আসলে ডিএ বৃদ্ধির (DA Hike) পরে টিএ, সিএ বৃদ্ধির রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছে ৷ এরপরে প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) ও গ্র্যাচুইটি (Gratuity) বৃদ্ধি নিশ্চিত হয়েছে ৷ কেন্দ্রীয় সরকারি কর্মীদের মাসিক প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) ও গ্র্যাচুইটি (Gratuity) গণনা বেসিক ও ডিএ-এর উপরে নির্ভর মহার্ভ ভাতা বৃদ্ধি (DA Hike) অর্থাৎ বাড়বে পিএফ ও গ্র্যাচুইটি ৷
advertisement
ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মোদি সরকারের কর্মীদের হাউজ রেন্ট অ্যালাউন্স (HRA) ও ট্রাভেল অ্যালাউন্স (TA) বৃদ্ধি এটি নিশ্চিত ৷ ৯ মাসে ডিএ দ্বিগুণ হয়েছে ৷ বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের যথাক্রমে ডিএ (DA) ও ডিআর (DR) ৩৪ শতাংশ ৷ ফলত ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ও ৬৫ লক্ষ পেনশনভোগীরা (Pensioners) বিশেষ সুবিধা পাবেন ৷ অন্যদিকে কেন্দ্রের ৯,৪৫৫.৫০ টাকা ৷
আরও পড়ুন: ITR File: আইটিআর জমা করলেই শেয়ার বাজারে ক্ষতির পূরণ, ট্যাক্সে মিলবে ছাড়? জেনে নিন এখনই
অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে ১৮ মাসের ডিএ এরিয়ার এটি কর্মীদের অধিকার ৷ বর্তমানে বিষয়টি কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন বিষয়টি ৷ তবে খুব তাড়াতাড়ি এই বিষয় নিয়ে জট খুলবে বলেই আশাপ্রকাশ করেছেন ৷