ITR File: আইটিআর জমা করলেই শেয়ার বাজারে ক্ষতির পূরণ, ট্যাক্সে মিলবে ছাড়? জেনে নিন এখনই
- Published by:Debalina Datta
Last Updated:
দেখে নেওয়া যাক আইটিআর ফাইল করার সময়ে শেয়ার বাজারে হওয়া ক্ষতি থেকে কীভাবে অব্যাহতি পাওয়া সম্ভব। বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজারে লাভ-লোকসান সঠিকভাবে ট্র্যাক করলে অনেক সুবিধা পাওয়া যাবে।
#কলকাতা: সকলেই চান এমন জায়গায় বিনিয়োগ করতে যেখানে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়া সম্ভব। সুতরাং লোকসান হওয়ার জন্য কেউ শেয়ার বাজারে বিনিয়োগ করেন না। কিন্তু এখানে টাকা বিনিয়োগ করা এবং রিটার্ন পাওয়া অনিশ্চয়তার খেলা। আবার কেউ যদি লাভ করেন তবে তাঁকে তার উপর ট্যাক্স দিতে হবে। প্রশ্ন হল, ঠিক এর বিপরীত নিয়মে কি ক্ষতির ক্ষেত্রে কর ছাড়ের সুবিধা পাওয়া যায়? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিনিয়োগকারীদের মাথায়।
কর বিশেষজ্ঞের কাছে এ প্রশ্নের উত্তর জানতে চাওয়া হলে, আয়কর আইনের অনেক চমকপ্রদ তথ্য বাইরে বেরিয়ে এসেছে। আয়কর আইন বলে যে কেউ যদি একটি আর্থিক বছরে স্টক মার্কেটে ক্ষতির সম্মুখীন হন, তবে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় সেই ক্ষতিপূরণ পাওয়া যেতে পারে। এর ফলে বিনিয়োগকারীর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় স্টক মার্কেটে হওয়া ক্ষতির পুনরুদ্ধার করা যেতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক আইটিআর ফাইল করার সময়ে শেয়ার বাজারে হওয়া ক্ষতি থেকে কীভাবে অব্যাহতি পাওয়া সম্ভব।
advertisement
advertisement
আয়কর বিশেষজ্ঞ বলবন্ত জৈন, আয়কর সংক্রান্ত বিষয়ের ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন যে, একটি আর্থিক বছরে স্টক মার্কেটে ক্ষতি বাজার থেকে অন্যান্য লাভের সঙ্গে সামঞ্জস্য করা যেতে পারে। এটা বোঝার জন্য সবার আগে জেনে নেওয়া দরকার কীভাবে ট্যাক্স ধার্য করা হয়। স্টক মার্কেট থেকে উপার্জনে দু'টি উপায়ে কর দেওয়া হয়। স্বল্পমেয়াদী মূলধন লাভ কর এবং দীর্ঘমেয়াদী মূলধন লাভ কর। এটি বাজারে বিনিয়োগের সময় দ্বারা নির্ধারিত হয়।
advertisement
যদি বিনিয়োগকারীর দীর্ঘমেয়াদী মূলধন ক্ষতি হয় অর্থাৎ দীর্ঘ সময় ধরে বিনিয়োগের স্টকগুলিতে ক্ষতি হয়, তবে এটি শুধুমাত্র দীর্ঘমেয়াদী মূলধন লাভের সঙ্গে সামঞ্জস্য করা যেতে পারে। কিন্তু, যদি তাঁর স্বল্পমেয়াদী মূলধনে ক্ষতি হয় অর্থাৎ স্বল্পমেয়াদী বিনিয়োগে ক্ষতি হয়, তাহলে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী উভয় বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা সমণ্বয় করে তা পূরণ করা যেতে পারে।
advertisement
আরও পড়ুন - Mohun Bagan News: ১৯১১ সালের এই দিনেই ইংরেজ বধ ১১ বাঙালির, আজও ঘরের ছেলেকে মনে করে হুগলি
আট বছরের জন্য সমন্বয়ের সুবিধা পাওয়া যায় -
আয়কর বিভাগ শেয়ার বাজারে লোকসানের শিকার করদাতাদের কর ছাড় পেতে দীর্ঘ সময় দেয়। কেউ যদি একই আর্থিক বছরে লাভের সঙ্গে তাঁর ক্ষতি পূরণ করতে সক্ষম না হন, তাহলে পরবর্তী আট আর্থিক বছরের জন্য তাঁর লাভের সঙ্গে এটি সামঞ্জস্য করা যেতে পারে। তবে এর জন্য শর্ত হলো, করদাতাকে প্রতি বছর যথাসময়ে রিটার্ন দাখিল করতে হবে।
advertisement
ক্ষতি ট্র্যাকিং করার সুবিধা -
বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজারে লাভ-লোকসান সঠিকভাবে ট্র্যাক করলে অনেক সুবিধা পাওয়া যাবে। এক, বিনিয়োগকারী অন্য শেয়ারে লাভের সঙ্গে যে কোনও একটি শেয়ারে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। এ কারণে বাজার থেকে নিট মুনাফার ওপরই ট্যাক্স দিতে হবে। দ্বিতীয়ত, তিনি সেই স্টকগুলি সনাক্ত করতে সক্ষম হবেন যা তাঁর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবং অতঃপর তাঁর পোর্টফোলিও থেকে সেগুলি বের করা সহজ হবে৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 29, 2022 2:46 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ITR File: আইটিআর জমা করলেই শেয়ার বাজারে ক্ষতির পূরণ, ট্যাক্সে মিলবে ছাড়? জেনে নিন এখনই