Most Expensive Hotel: রাত কাটানোর সবচেয়ে দামি জায়গা, প্যারিসের ‘এই’ হোটেলে থাকলেন সৌদি রাজপুত্র মহম্মদ বিন সলমন, কেমন ভাড়া প্রতি রাতের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
শর্ট লুই XIV একটি নাইট ক্লাব, এক সোনার পাতা যুক্ত ফোয়ারা রয়েছে৷ একটি সিনেমা হলও রয়েছে৷ এছাড়াও হাভেলিতে জলের নীচে একটি ঘর আছে , আছে সাদা চামড়ায় মোড়া সোফা৷
কলকাতা: পৃথিবীর সবচেয়ে দামী হোটেল অর্থাৎ যেখানে এক রাত কাটাতে গেলে সবচেয়ে বেশি খরচ হয় তা রয়েছে প্যারিসে৷ এই হোটেল ভাইসরয় প্যালেসের পাশে৷ ভাইসরয় প্যালেস ফ্রান্সের রাজ পরিবারের বাসস্থল ছিল৷ যা এখন মিউজিয়াম করে দেওয়া হয়েছে৷ শর্ট লুইস হোটেল ঠিক এর কাছাকাছিই৷ সবচেয়ে দামী এই হোটেল নিয়ে সবই যেন রহস্য মোড়া৷ Photo- Collected
advertisement
এই দামীতম হোটেল ৭০০০ বর্গমিটার জায়গা জুড়ে আছে৷ এটা ২০১৫ সালে কোনও অজ্ঞাত পরিচয় খরিদ্দার ২৭৫ মিলিয়ন ইউরোতে কিনে নেন৷ ফর্চুন পত্রিকার প্রতিবেদন অনুযায়ি এই হোটেলের ঘর সবচেয়ে দামী৷ ২০১৭ সালে নিউইয়র্ক টাইমস দাবি করেছিল এই হোটেলের মালিক সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমানের৷ রিপোর্টে দাবি করা হয়েছে তিনি জাল পরিচয় দিয়ে এই বাড়ি কিনেছিলেন৷ কিন্তু ফ্রান্স বা সৌদি আরব কোনও পক্ষ থেকেই এই বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি৷
advertisement
advertisement
খবরের এজেন্সি এএফপি-র ফ্রান্সের আধিকারিকদের পক্ষ থেকে বলা হয়েছে বৃহস্পতিবার মহম্মদ বিন সলমান বৃহস্পতিবার ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়েল মেক্রো-র সঙ্গে দেখা করতে যান৷ তার আগে এই বাড়িতে ছিলেন৷ হাভেলির নিরাপত্তার দায়িত্বে ছিলেন বহু সংখ্যক নিরাপত্তাকর্মী৷ ফ্রান্সের পুলিশের বহু কর্তা এই হাভেলির বাইরে ছিলেন৷
advertisement
advertisement
advertisement
advertisement