আরও পড়ুন: এই হেল্থকেয়ারের শেয়ারে বিনিয়োগ করে পাওয়া যেতে পারে দ্বিগুণ রিটার্ন, দেখে নিন এক নজরে!
১২২টি শহরে খুলবে ১৬৬ আধার সেবা কেন্দ্র
UIDAI-এর চিফ এক্সিকিউটিভ অফিসার সৌরভ গর্গ গাজিয়াবাদে আধার সেবা কেন্দ্র শুরু হওয়ার বিষয়ে জানিয়েছেন, ‘ইউআইডিএআই দেশজুড়ে ১২২ টি শহরে ১৬৬ আধার সেবা কেন্দ্র সঞ্চালিত করার যোজনা তৈরি করেছে ৷ এর মধ্যে এখনও পর্যন্ত ৫৮ কেন্দ্র কাজ করা শুরু করে দিয়েছে ৷’
advertisement
আরও পড়ুন: দেখে নিন আজ আপনার শহরে কত টাকা বাড়ল পেট্রোল-ডিজেলের দাম....
তিনি আরও জানিয়েছেন, ‘এই সমস্ত কেন্দ্রগুলি শীতাতপ নিয়ন্ত্রিত এবং বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের চাহিদার কথা মাথায় রেখে পর্যাপ্ত বসার জায়গা-সহ ডিজাইন করা হয়েছে।
আরও পড়ুন: অ্যাকাউন্টে আসতে চলেছে ২০০০ টাকা, ঠিক করে নিন এই ভুলগুলো, না হলে আটকে যাবে টাকা
কেন্দ্রীয় মন্ত্রী বি কে সিংহ ও রাজীব চন্দ্রশেখর উদ্বোধন করেছেন-
আধিকারিক বয়ান অনুযায়ী, ইলেক্ট্রনিক্স এবং আইটি রাজ্য মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ও সড়ক পরিবহন, মহাসড়ক ও বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী বি কে সিংহ রবিবার গাজিয়াবাদে উত্তরপ্রদেশে অবস্থিত এই পঞ্চম আধার সেবা কেন্দ্র যৌথভাবে উদ্বোধন করেন।