আরও পড়ুন: পদবী ছাড়া বড় হচ্ছে ৩ বছরের অক্ষর, অভিনেতা-নাট্যকার দম্পতির গল্প শুনে অবাক হবেন
রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের মাটির সৃষ্টি প্রকল্প রয়েছে লাভপুরের চৌহাট্টা মহদৌরি গ্রাম পঞ্চায়েতের নবগ্রামে। সেখানেই ওই জাপানি প্রজাতির আম ফলেছে। বুধবার সেই গাছ পরিদর্শন করলেন লাভপুরের বিডিও সন্তু দাস-সহ লাভপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি শোভন চৌধুরী এবং অন্যান্যরা। এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্বের দামি আম দেখতে ভিড় জমাতে থাকেন মানুষজন।
advertisement
জাপানের মিয়াজাকি শহরকে ফলের রাজা বলা হয়। এই শহরে একটি বিশেষ আমের ফলন হয়। অনেকটাই আপেলের মতো দেখতে। চাষীদের থেকে জানা গিয়েছে, মিয়াজাকি প্রজাতির একটি একটি আম ৩০০ থেকে ৩৫০ গ্রাম ওজনের হয়। ওই শহরের নামানুসারে এই আমের নাম মিয়াজাকি। এই প্রজাতির আম পৃথিবীর অন্য সব আমের চেয়ে ১৫ গুণ বেশি মিষ্টি ও সুস্বাদু। কেজি প্রতি এ আমের দাম প্রায় তিন লাখ টাকা।
Subhadip Pal