সোমবার শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন দপ্তর (এসজেডিএ)-এর কার্যালয়ে শহরের প্রভাবশালী শিল্পপতিদের সঙ্গে এক বৈঠকে এই পরিকল্পনার কথা জানান দপ্তরের চেয়ারম্যান দিলীপ দুগ্গার। বৈঠকে শিল্পপতিদের দীর্ঘদিনের দাবি, লেন্ড ইউজ ডেভেলপমেন্ট প্ল্যান চালুর বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। দুগ্গার জানান, এই পরিকল্পনা কার্যকর হলে শিলিগুড়ির উন্নয়ন আরও দ্রুত এগোবে এবং নতুন বিনিয়োগের পথ খুলে যাবে।
advertisement
আরও পড়ুন: জৈব সারের চাষ, এক মরশুমে লক্ষাধিক টাকা আয়, মালামাল কৃষক
তিনি বলেন, “শিলিগুড়িকে উত্তরবঙ্গের ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে এই প্রকল্প বড় ভূমিকা নেবে। আধুনিক অবকাঠামো ও আন্তর্জাতিক মানের আতিথেয়তার মাধ্যমে শহরের পরিচিতি আরও উজ্জ্বল হবে।”
প্রকল্পের আওতায় ইতিমধ্যেই জমি নির্বাচন এবং হোটেল লোকেশন নিয়ে প্রাথমিক কাজ শুরু হয়েছে। শহরে আসতে চলেছে দেশের শীর্ষস্থানীয় হোটেল ব্র্যান্ড, আইটিসি, পার্ক, তাজ, লেমন ট্রি, হলিডে ইন সহ একাধিক নামী চেইন। প্রতিটি হোটেলেই থাকবে আন্তর্জাতিক মানের সেবা, কনফারেন্স হল, বিনোদন সুবিধা, ও বিলাসবহুল আবাসন, যা দেশি-বিদেশি পর্যটক ও ব্যবসায়ী উভয়ের জন্যই আকর্ষণীয় হবে।
আরও পড়ুন: FD ভুলে যান, পোস্ট অফিসের এই স্কিমে মাত্র ৩৩৩ টাকা বিনিয়োগ করলেই ধনী হতে পারবেন !
শিল্পমহলের ধারণা, এই বিনিয়োগের ফলে শিলিগুড়িতে হাজার হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, হোটেল ব্যবস্থাপনা থেকে শুরু করে ট্রান্সপোর্ট, খাদ্য সরবরাহ, পর্যটন পরিষেবা এবং স্থানীয় হস্তশিল্পের বাজারে। পাশাপাশি শহরের পরিকাঠামো উন্নয়ন, রাস্তা সম্প্রসারণ এবং জনসুবিধা বৃদ্ধিতেও এই প্রকল্প ইতিবাচক প্রভাব ফেলবে।
পর্যটন বিশেষজ্ঞদের মতে, এতদিন শিলিগুড়ি মূলত দার্জিলিং, সিকিম বা ডুয়ার্স যাওয়ার পথে এক ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিচিত ছিল। কিন্তু পাঁচতারা হোটেলের এই বহুল বিনিয়োগ শিলিগুড়িকে বিলাসবহুল পর্যটনের মানচিত্রে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে। আগামী দিনে শহরটি উত্তরবঙ্গের পর্যটন রাজধানী হিসেবেও আত্মপ্রকাশ করতে পারে, এমনই আশা করছেন ব্যবসায়ী ও প্রশাসনিক মহল।
ঋত্বিক ভট্টাচার্য