TRENDING:

Tourism: শিলিগুড়িতে ২০টি পাঁচতারা হোটেল, বিনিয়োগ ৫ হাজার কোটি, উত্তরবঙ্গের পর্যটনে নতুন দিগন্ত

Last Updated:

Tourism: শিলিগুড়িতে ২০টি নতুন পাঁচতারা হোটেল নির্মাণে বিনিয়োগ হচ্ছে ৫০০০ কোটি টাকা। এই প্রকল্পে উত্তরবঙ্গের পর্যটন শিল্পে আসবে নতুন গতি ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শিলিগুড়ি এবার বড়সড় পরিবর্তনের পথে। আগামী দুই বছরের মধ্যে শহরে তৈরি হতে চলেছে প্রায় ২০টি আধুনিক পাঁচতারা হোটেল, যার মোট বিনিয়োগ প্রায় পাঁচ হাজার কোটি টাকা। এই উদ্যোগ শুধু শহরের পর্যটন খাতের চেহারাই বদলাবে না, বরং ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান এবং অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও এক নতুন অধ্যায় সূচনা করবে।
advertisement

সোমবার শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন দপ্তর (এসজেডিএ)-এর কার্যালয়ে শহরের প্রভাবশালী শিল্পপতিদের সঙ্গে এক বৈঠকে এই পরিকল্পনার কথা জানান দপ্তরের চেয়ারম্যান দিলীপ দুগ্গার। বৈঠকে শিল্পপতিদের দীর্ঘদিনের দাবি, লেন্ড ইউজ ডেভেলপমেন্ট প্ল্যান চালুর বিষয়টি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। দুগ্গার জানান, এই পরিকল্পনা কার্যকর হলে শিলিগুড়ির উন্নয়ন আরও দ্রুত এগোবে এবং নতুন বিনিয়োগের পথ খুলে যাবে।

advertisement

আরও পড়ুন: জৈব সারের চাষ, এক মরশুমে লক্ষাধিক টাকা আয়, মালামাল কৃষক

তিনি বলেন, “শিলিগুড়িকে উত্তরবঙ্গের ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে এই প্রকল্প বড় ভূমিকা নেবে। আধুনিক অবকাঠামো ও আন্তর্জাতিক মানের আতিথেয়তার মাধ্যমে শহরের পরিচিতি আরও উজ্জ্বল হবে।”

প্রকল্পের আওতায় ইতিমধ্যেই জমি নির্বাচন এবং হোটেল লোকেশন নিয়ে প্রাথমিক কাজ শুরু হয়েছে। শহরে আসতে চলেছে দেশের শীর্ষস্থানীয় হোটেল ব্র্যান্ড, আইটিসি, পার্ক, তাজ, লেমন ট্রি, হলিডে ইন সহ একাধিক নামী চেইন। প্রতিটি হোটেলেই থাকবে আন্তর্জাতিক মানের সেবা, কনফারেন্স হল, বিনোদন সুবিধা, ও বিলাসবহুল আবাসন, যা দেশি-বিদেশি পর্যটক ও ব্যবসায়ী উভয়ের জন্যই আকর্ষণীয় হবে।

advertisement

আরও পড়ুন: FD ভুলে যান, পোস্ট অফিসের এই স্কিমে মাত্র ৩৩৩ টাকা বিনিয়োগ করলেই ধনী হতে পারবেন !

শিল্পমহলের ধারণা, এই বিনিয়োগের ফলে শিলিগুড়িতে হাজার হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, হোটেল ব্যবস্থাপনা থেকে শুরু করে ট্রান্সপোর্ট, খাদ্য সরবরাহ, পর্যটন পরিষেবা এবং স্থানীয় হস্তশিল্পের বাজারে। পাশাপাশি শহরের পরিকাঠামো উন্নয়ন, রাস্তা সম্প্রসারণ এবং জনসুবিধা বৃদ্ধিতেও এই প্রকল্প ইতিবাচক প্রভাব ফেলবে।

advertisement

পর্যটন বিশেষজ্ঞদের মতে, এতদিন শিলিগুড়ি মূলত দার্জিলিং, সিকিম বা ডুয়ার্স যাওয়ার পথে এক ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিচিত ছিল। কিন্তু পাঁচতারা হোটেলের এই বহুল বিনিয়োগ শিলিগুড়িকে বিলাসবহুল পর্যটনের মানচিত্রে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে। আগামী দিনে শহরটি উত্তরবঙ্গের পর্যটন রাজধানী হিসেবেও আত্মপ্রকাশ করতে পারে, এমনই আশা করছেন ব্যবসায়ী ও প্রশাসনিক মহল।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ঋত্বিক ভট্টাচার্য

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Tourism: শিলিগুড়িতে ২০টি পাঁচতারা হোটেল, বিনিয়োগ ৫ হাজার কোটি, উত্তরবঙ্গের পর্যটনে নতুন দিগন্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল