TRENDING:

Birbhum News: ভরা রাস্তায় কলেজ ছাত্রীকে একের পর এক কোপ! রক্তাক্ত তরুণীকে বাঁচাতে গিয়ে ক্ষতবিক্ষত দোকানদারও

Last Updated:

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপাতত সিউড়ি সদর হাসপাতালে জখম ছাত্রীর চিকিৎসা চলছে। তাঁর হাতে ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। স্থানীয় দোকানদার হাতেও ধারাল অস্ত্রের কোপ পড়েছে। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: ভরা রাস্তায় কলেজ ছাত্রীকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি  কোপ৷ হামলার হাত থেকে তরুণীকে বাঁচাতে গিয়ে আক্রমণকারী যুবকের ধারাল অস্ত্রের সামনে পড়ে ক্ষতবিক্ষত হলেন স্থানীয় এক দোকানদারও৷ তবে, ঘটনাস্থলে উপস্থিত লোকজনই হাতেনাতে ধরে ফেলে ওই যুবককে৷ গুরুতর আহত ওই তরুণীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ সেখানেই চলছে তাঁর চিকিৎসা৷
advertisement

বুধবার বিকেলে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়ায়৷ আক্রান্ত তরুণীর নাম আনিসা খাতুন৷ সাঁইথিয়ার অভেদানন্দ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সে৷ অন্যান্য দিনের মতো এদিন বিকেলেও কলেজ থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে সাঁইথিয়ার তালতলা মোড়ে বাসের জন্য অপেক্ষার করছিল ওই তরুণী। তখনই তাঁর উপরে অতর্কিতে হামলা চালায় ওই যুবক৷

আরও পড়ুন: দুর্গাপুজোয় অনুদান ‘মডেল’! ৩০০ কোটি খরচ করে আমদানি ৭২ হাজার কোটি, বললেন মমতা

advertisement

পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত যুবকের নাম নাজিবুল হক। তাঁর বাড়ি ওই ছাত্রীর পাশের গ্রাম ছোটতুড়িতে। তবে ঠিক কী কারণে ওই যুবক ছাত্রীর উপরে এমন নৃশংস হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে৷ আক্রমণকারী যুবককে গ্রেফতার করা হয়েছে৷ গোটা ঘটনার তদন্ত করছে সাঁইথিয়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপাতত সিউড়ি সদর হাসপাতালে জখম ছাত্রীর চিকিৎসা চলছে। তাঁর হাতে ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। স্থানীয় দোকানদারের হাতেও ধারাল অস্ত্রের কোপ পড়েছে। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

advertisement

আরও পড়ুন: মমতার ‘ভুল চিকিৎসা’! হাঁটুতে ‘সেপটিক হয়ে গিয়েছিল’, খোলাখুলি যা জানালেন মুখ্যমন্ত্রী

সেরা ভিডিও

আরও দেখুন
একসঙ্গে সাত কালীর পুজো! বিসর্জনের আগে 'সাত বোনের' মুখ দেখাদেখি
আরও দেখুন

প্রসঙ্গত, গত বছর মুর্শিদাবাদের বহরমপুরে প্রকাশ্য রাস্তায় এভাবেই ‘প্রাক্তন প্রেমিকা’ সুতপা চৌধুরীকে কুপিয়ে খুন করেছিলেন সুশান্ত চৌধুরী নামের এক যুবক। সেই ঘটনায় সম্প্রতি সুশান্তকে ফাঁসির সাজা দিয়েছে নিম্ন আদালত।

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: ভরা রাস্তায় কলেজ ছাত্রীকে একের পর এক কোপ! রক্তাক্ত তরুণীকে বাঁচাতে গিয়ে ক্ষতবিক্ষত দোকানদারও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল