হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। শনিবার এই ঘূর্ণাবর্ত তৈরি হবে। তবে এই ঘটনা তৈরি হওয়ার আগেই বৃহস্পতিবার থেকে বীরভূম জেলার একাংশ ঢাকা পড়েছে কালো মেঘে। এর পাশাপাশি সকাল থেকেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে টিপটাপ বৃষ্টি। তবে শুধু আজ নয়, গত দুদিন ধরেই এমন পরিস্থিতি চলছে জেলা জুড়ে।
advertisement
আরও পড়ুন Nadia News: রাস্তা থেকে উধাও আস্ত একটি লরি, চাঞ্চল্য রানাঘাটে
শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে বৃহস্পতিবার আবহাওয়া সংক্রান্ত যে তথ্য তাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, বৃহস্পতিবার থেকে টানা তিন দিন অর্থাৎ শনিবার পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ মেঘে ঢাকা থাকবে বলেও জানানো হয়েছে।
তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং আকাশ মেঘলা থাকলেও অস্বস্তিকর গরম বজায় থাকবে বলেও জানানো হয়েছে শ্রীনিকেতন হওয়া অফিসের তরফ থেকে। বৃহস্পতিবার শ্রীনিকেতন হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৪ ডিগ্রিতে। তবে গত কয়েক দিনের তুলনায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা এখন ২৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।
আরও পড়ুন Murshidabad| Durga Puja 2022: দুর্গাপুজোর গাইড ম্যাপ, জেনে নিন কোন পথে যাবেন প্রতিমা দর্শনে
অন্যদিকে গত দু'বছর বিধি-নিষেধের মধ্য দিয়ে বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো পালন করার পর এই বছর যখন বিধি নিষেধহীন দুর্গাপুজো হতে চলেছে সেই সময় এমন প্রকৃতির খামখেয়ালিপনায় বিষাদের সুর বাঙ্গালীদের মননে।
Madhab Das






