TRENDING:

Durga Puja 2022| Weather Update : আজ থেকেই টানা বৃষ্টির পূর্বাভাস, কপালে দুর্ভোগ বীরভূমবাসীদের

Last Updated:

বৃহস্পতিবার থেকে টানা তিন দিন অর্থাৎ শনিবার পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: চলতি বছর বর্ষার সময় খটখটে অবস্থায় কাটে জেলার অধিকাংশ জায়গা। বৃষ্টির পরিমাণ বর্ষার মরশুমে এতটাই ঘাটতি থাকে যে চাষীরা ঠিকভাবে চাষও করতে পারেননি। তবে যখন উৎসবের মরশুম শুরু হয়েছে সেই সময় মেঘেদের ঘনঘটা দেখা যাচ্ছে রাজ্যের পাশাপাশি জেলায়। দুর্গাপুজোর আগেই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূমেও বৃষ্টির আশঙ্কা তারা করছে।
Rain in birbhum
Rain in birbhum
advertisement

হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। শনিবার এই ঘূর্ণাবর্ত তৈরি হবে। তবে এই ঘটনা তৈরি হওয়ার আগেই বৃহস্পতিবার থেকে বীরভূম জেলার একাংশ ঢাকা পড়েছে কালো মেঘে। এর পাশাপাশি সকাল থেকেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে টিপটাপ বৃষ্টি। তবে শুধু আজ নয়, গত দুদিন ধরেই এমন পরিস্থিতি চলছে জেলা জুড়ে।

advertisement

আরও পড়ুন Nadia News: রাস্তা থেকে উধাও আস্ত একটি লরি, চাঞ্চল্য রানাঘাটে

শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে বৃহস্পতিবার আবহাওয়া সংক্রান্ত যে তথ্য তাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, বৃহস্পতিবার থেকে টানা তিন দিন অর্থাৎ শনিবার পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ মেঘে ঢাকা থাকবে বলেও জানানো হয়েছে।

advertisement

View More

তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং আকাশ মেঘলা থাকলেও অস্বস্তিকর গরম বজায় থাকবে বলেও জানানো হয়েছে শ্রীনিকেতন হওয়া অফিসের তরফ থেকে। বৃহস্পতিবার শ্রীনিকেতন হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৪ ডিগ্রিতে। তবে গত কয়েক দিনের তুলনায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা এখন ২৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

advertisement

আরও পড়ুন Murshidabad| Durga Puja 2022: দুর্গাপুজোর গাইড ম্যাপ, জেনে নিন কোন পথে যাবেন প্রতিমা দর্শনে

অন্যদিকে গত দু'বছর বিধি-নিষেধের মধ্য দিয়ে বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো পালন করার পর এই বছর যখন বিধি নিষেধহীন দুর্গাপুজো হতে চলেছে সেই সময় এমন প্রকৃতির খামখেয়ালিপনায় বিষাদের সুর বাঙ্গালীদের মননে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Durga Puja 2022| Weather Update : আজ থেকেই টানা বৃষ্টির পূর্বাভাস, কপালে দুর্ভোগ বীরভূমবাসীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল