TRENDING:

Birbhum News: দীর্ঘদিন ধরে আটকে রেল উড়ালপথের কাজ! বাড়ছে যানজট, ভোগান্তি

Last Updated:

আটকে যাচ্ছে অ্যাম্বুল্যান্সের মতো জরুরি পরিষেবাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিউড়ি: সিউড়ির হাটজনবাজার রেলগেটে যানজটের সমস্যা দিন দিন বেড়েই চলেছে। দিনের বিভিন্ন সময় রেলগেট বন্ধ থাকার কারণে বাস, গাড়ি, মোটর বাইক, টোটোর ভিড় তৈরি হচ্ছে দুদিকের রাস্তায়। আটকে যাচ্ছে অ্যাম্বুল্যান্সের মতো জরুরি পরিষেবাও। রেলগেট খোলার পরেও দীর্ঘ সময় লেগে যাচ্ছে যান চলাচল স্বাভাবিক হতে। পাশাপাশি শহরের যানজটও তরান্বিতও হচ্ছে। তাতেই বিপাকে পড়ছেন নিত্যযাত্রী থেকে শুরু করে শহরবাসী।
দীর্ঘদিন ধরে আটকে রেল উড়ালপথের কাজ। তার জেরেই হচ্ছে ব্যাপক যানজট। 
দীর্ঘদিন ধরে আটকে রেল উড়ালপথের কাজ। তার জেরেই হচ্ছে ব্যাপক যানজট। 
advertisement

২০১৮ সালে শুরু হয় রেল উড়ালপথের কাজ। কিন্তু প্রায় পাঁচবছর হতে চলল, উড়ালপথের কাজ অর্ধসমাপ্ত হয়েই পড়ে আছে। রেল সূত্রে জানা গিয়েছে, যে ঠিকাদার সংস্থা ওই উড়ালপথ তৈরির দায়িত্বে ছিল সেই সংস্থা অত্যন্ত ধীর গতিতে কাজ করছিল। সেই নিয়ে রেলের কাছে বারবার রাজনৈতিক ও নাগরিক সমাজ থেকে অভিযোগ আসছিল। তাই ওই সংস্থাকে প্রাথমিকভাবে সচেতন করা হয় এবং দ্রুত কাজ শেষ করার জন্য বলা হয়। কিন্তু তারপরেও একই অভিযোগ আসতে থাকায় রেলের পক্ষ থেকে ওই সংস্থাকে টার্মিনেট করে দেওয়া হয়। এরপরেই ওই ঠিকাদার সংস্থা আদালতের দ্বারস্থ হয়। বর্তমানে মামলাটি বিচারাধীন অবস্থায় রয়েছে। ফলে উড়ালপথের কাজও থমকে রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, সিউড়ির নাগরিকবৃন্দ, ব্যবসায়ী সমিতির তরফ থেকে বহু আবেদনের পরেও কোনও কাজ হয়নি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এমনকি বীরভূমের সাংসদ শতাব্দী রায় এই বিষয়টি নিয়ে সংসদেও সোচ্চার হন, কিন্তু তার পরেও পরিস্থিতির বদল ঘটেনি। কয়েক মাস আগে সিউড়ি রেলস্টেশন পরিদর্শনে এসে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ আরোরা বলেন, "হাটজনবাজারে রেল উড়ালপথ তৈরি হওয়া দরকার। কাজ শুরুও হয়েছিল। কিন্তু ঠিকাদার সংস্থা ধীর গতিতে কাজ করায় আমরা সংস্থাকে নোটিশ দিয়েছিলাম। কিন্তু কাজ হয় নি। আমরা ওদের টার্মিনেট করে দিয়েছি। এরপরেই ওই ঠিকাদার সংস্থা হাইকোর্টে চলে যায়। হাইকোর্ট বর্তমানে এই বিষয়ে স্থগিতাদেশ দিয়েছে। " তাঁর সংযোজন, \"আমরা হাইকোর্টে আবেদন করেছি যে এটা জনস্বার্থের কাজ, তাই দ্রুত মামলার ফয়সালা করে কোনও নির্দেশ দেওয়া হোক।"

advertisement

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: দীর্ঘদিন ধরে আটকে রেল উড়ালপথের কাজ! বাড়ছে যানজট, ভোগান্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল