TRENDING:

Birbhum News: মানবিক উদ্যোগ, পুজোর আগে ভবঘুরেদের মুখে হাসি ফোটাচ্ছেন যুবক-যুবতীরা

Last Updated:

সামনেই দুর্গাপুজো। এই দুর্গাপুজো হল বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব। দুর্গা পুজোয় যে যার যেমন সামর্থ সেই অনুযায়ী আনন্দ ভাগ করে নিয়ে পুজো উপভোগ করতে দেখা যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : সামনেই দুর্গাপুজো। এই দুর্গাপুজো হল বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব। দুর্গা পুজোয় যে যার যেমন সামর্থ সেই অনুযায়ী আনন্দ ভাগ করে নিয়ে পুজো উপভোগ করতে দেখা যায়। তবে এই পূজোতেই দেখা যায় কয়েকজন ভবঘুরে অথবা শিশু বুড়োদের, যারা ভ্যালভ্যাল করে তাকিয়ে থাকেন পুজোয় ঘুরতে বেড়ানো ঝাঁ চকচকে জামাকাপড় পরা মানুষগুলির দিকে। আসলে আর্থিকভাবে পিছিয়ে থাকার কারণে তাদের অনেকেরই পুজোয় নতুন জামা কাপড় জোটে না। এই সকল আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের কথা মাথায় রেখে সিউড়ির কয়েকজন যুবক-যুবতী সমবেতভাবে তাদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা চালাচ্ছেন।
advertisement

ইতিমধ্যেই তারা তাদের সঞ্চয় এবং অন্যদের থেকে সাহায্য নিয়ে যে ফান্ড তৈরি করা হয়েছে তা দিয়ে শহরের ভবঘুরে মায়েদের নতুন শাড়ি দিয়েছেন। যে সকল ভবঘুরে মহিলারা সিউড়ি শহরের বিভিন্ন জায়গায় কাগজ, প্লাস্টিক ইত্যাদি কুড়িয়ে বেড়ান তাদের ২৫ জনের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি তারা ভবঘুরে শিশুদেরও নতুন জামাকাপড় তুলে দেওয়ার কাজ চালাচ্ছেন।

advertisement

আরও পড়ুনঃ রেলের আন্ডারপাসে এক গলা জল! চরম ভোগান্তি পাঁচ পঞ্চায়েতের বাসিন্দাদের

তাদের এইভাবে আর্থিকভাবে পিছিয়ে থাকা শতাধিক মহিলা এবং শিশুদের হাতে এই ধরনের নতুন জামা কাপড় তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। এই সকল যুবক-যুবতীরা তাদের এই কাজ চালাচ্ছেন উপহার ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে। অন্যান্য অনেক স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে দেখা যায় লিস্ট তৈরি করে জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ধরনের জামাকাপড় দিয়ে থাকে পুজোর সময়।

advertisement

View More

আরও পড়ুনঃ কচুজোড়ে রেল অবরোধের জেরে অস্বাভাবিক ভোগান্তি যাত্রীদের

কিন্তু এই যুবক যুবতীরা সেই জাঁকজমক অনুষ্ঠান না রেখে নিজেরাই পায়ে হেঁটে অথবা গাড়িতে করে শহরের আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছেন। সেই সময় যাদের চোখে পড়ছে তাদের হাতেই তারা এই নতুন জামা কাপড় তুলে দিচ্ছেন।সংস্থার তরফ থেকে প্রিয়নীল পাল জানিয়েছেন, জাঁকজমক ভাবে অনুষ্ঠান করে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে এইভাবে জামা কাপড় তুলে দেওয়ার পক্ষপাতী তারা নন। তারা যে কারণে ঘুরে ঘুরে তাদের চোখের সামনে পড়া মানুষদের হাতে এই সকল নতুন জামাকাপড় তুলে দিচ্ছেন। পুজোর দিন কয়েক আগে পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: মানবিক উদ্যোগ, পুজোর আগে ভবঘুরেদের মুখে হাসি ফোটাচ্ছেন যুবক-যুবতীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল