সাপ কামড়ালে কী করবেন আর কী করবেন না?
সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্সে ফোন করুন যাতে সঠিক সময়ে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। রোগীকে একেবারেই ফেলে রাখা উচিৎ নয়। এতে বিষক্রিয়া সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। মৃত্যু পর্যন্ত হতে পারে।
আক্রান্ত ব্যক্তির বেল্ট, গয়না, ঘড়ি, আংটি প্রভৃতি সঙ্গে সঙ্গে খুলে দেওয়া প্রয়োজন।
advertisement
রোগীকে বাঁ-দিক ফিরিয়ে শুইয়ে রাখুন। ডান পা ভাঁজ করা থাকতে হবে, হাত থাকবে মুখের কাছে
সাপে কামড়ালে একেবারেই প্যানিক করবেন না। এতে ঈতে বিপরীত হবে। চিকিৎসার মাধ্যমে সুস্থতা সম্ভব। তাই চিৎকার-চেঁচামেচি বা উদ্বিগ্ন না হয়ে আগে রোগীকে হাসপাতালে নিয়ে যান
সাপটিকে কোনওভাবেই ধরা কিংবা মেরে ফেলা উচিৎ নয়।
সাপের কামড়ের জায়গাটি কাটা কিংবা মুখ দিয়ে শুষে নেওয়া উচিৎ নয়।
সাপের কামড়ের জায়গাটি একেবারেই শক্ত করে বাঁধবেন না। ওই জায়গায় বরফ ঘষা দরকার।
রোগীর ঝাড়ফুঁক কিংবা ওঝার কাছে নিয়ে যাওয়া একেবারেই উচিত নয়
সর্প বিশেষজ্ঞদের একাংশের দাবি, বীরভূমে সাপের সংখ্যা বাড়েনি বরং সাপেদের বাসস্থান কমে যাচ্ছে। ফলে সাপ ঢুকে আসছে লোকালয়ে। পাশাপাশি বর্ষাকালে সাপের গর্তে জল ঢুকে যায়। ফলে গর্ত থেকে সাপ বেরিয়ে চলে আসে। তাই বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে।
Subhadip Pal