আরও পড়ুন: ক্ষণিক সংঘের পুজো মণ্ডপে থাকছে এক টুকরো গ্রাম! থিমে চমক নির্মল বাংলায়
বীরভূমের রামপুরহাট পুরসভা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত সংস্কৃতি মঞ্চ। যদিও তার বর্তমানে বন্ধ। কিন্তু সংস্কারের কাজ না করে কেন সংস্কৃতি মঞ্চ বন্ধ রাখা হয়েছে তা অজানা রামপুরহাটের শিল্পচর্চাকারীদের কাছে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত অমিতাভ হালদার আমাদের জানান, রামচন্দ্র ডোম যখন সাংসদ ছিলেন তখন তাঁর সহায়তায় এই মঞ্চটি গড়ে ওঠে। পরবর্তীকালে ওই সাংস্কৃতিক মঞ্চটিকে রক্তকরবী মঞ্চ নাম দেওয়া হয়। গত পাঁচ বছর আগে সেই সাংস্কৃতিক মঞ্চ সংস্কারের কাজ করার জন্য বন্ধ করা হয়েছিল। কিন্তু আজও সংস্কারের কাজ শেষ হয়নি, তাই মঞ্চটিও আর খুলে দেওয়া হয়নি।
advertisement
এই বিষয়ে এলাকার সংস্কৃতিপ্রেমীরা বারংবার রামপুরহাট পুরসভাকে বিষয়টি জানিয়েছেন। আশ্বাসও পেয়েছেন দ্রুত কাজ শেষ করে খুলে দেওয়ার। কিন্তু তাতে কাজের কাজ যে কিছুই হয়নি তা প্রমাণিত। এই পরিস্থিতিতে রীতিমতো হতাশ এলাকার সঙ্গীতপ্রেমী, নাটকপ্রেমী মানুষজন।
সৌভিক রায়