ঘটনার দিন তড়িঘড়ি পুলিশ খবর পেয়ে ওই দুষ্কৃতীদের পিছু ধাওয়া করলে শেষ পর্যন্ত তাদের মধ্যে দুজন সোঁতসাল ও রাওতারার দিকে পালিয়ে যাওয়ার সময় রাওতারা গ্রামের কাছে পুলিশের হাতে ধরা পড়েন। এই দুষ্কৃতীদের ধরার ক্ষেত্রে গ্রামবাসীদের সক্রিয় সহযোগিতা ছিল বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।
আরও পড়ুনঃ বিপদজনক অবস্থায় সেতু! মেরামতি চললেও নিশ্চিন্তে নেই পারাপারকারীরা
advertisement
ঘটনার পরই ওই দুজন দুষ্কৃতির থেকে উদ্ধার করা হয় দু'রাউন্ডগুলি ভর্তি পাইপ গান, লুট হওয়া দুটি মোবাইল, কিছু টাকা এবং দুটি গাড়ির নম্বর প্লেট। এছাড়াও একটি বাইক আটক করা হয় যে বাইকটি দেওঘর থেকে চুরি করা হয়েছিল। ওই দুস্কৃতির দুজনকে হাতে পেয়ে পুলিশের তরফ থেকে তাদের আদালতে তোলা হয় এবং সাত দিনের পুলিশি হেফাজত নেওয়া হয়।
আরও পড়ুনঃ 'চাকরি না হলে উঠবেন না'! জমি হারাদের লাগাতার বিক্ষোভ বক্রেশ্বরে
হেফাজতে থাকাকালীন পুলিশি জেরায় ওই দুই দুষ্কৃতী এই এই ডাকাতির ঘটনা স্বীকার করে এবং ডাকাতির সমস্ত টাকা উদ্ধার করতে সক্ষম হয়। এর পাশাপাশি পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত রয়েছেন এবং তাদের খোঁজ চালানো হচ্ছে। পুলিশের দাবি এই ঘটনায় বাকি যারা যুক্ত রয়েছেন তাদের খুব তাড়াতাড়ি ধরে ফেলা সম্ভব হবে
Madhab Das