এই ঘটনায় এসটিএফ আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ম্যাগাজিন ও অন্যান্য সামগ্রী সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম শেখ মনিরউদ্দিন (৫৫)। তার বাড়ি নানুর থানার অন্তর্গত বেরুগ্রাম ডাঙাল পাড়ায়। ধৃতের কাছে থাকা একটি কালো ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ৭.৬৫ এমএম সেমি অটোমেটিক পিস্তল, সাত রাউন্ড কার্তুজ, দুটি ম্যাগাজিন সহ একটি মোবাইল ফোন ও ট্রেনের টিকিট। ঘটনায় সাঁইথিয়া জিআরপিএস-এর সঙ্গে যৌথভাবে অভিযোগ দায়ের করেছে এসটিএফ।
advertisement
আরও পড়ুনঃ ৬০ আদিবাসী আশ্রমিকের ভবিষ্যৎ অথৈ জলে! সরকারি সাহায্যের আবেদন
অন্যদিকে সদাইপুর থানার পুলিশ বুধবার গভীর রাতে হানা দিয়ে একটি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার করে একজনকে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম শেখ মিনার, বাড়ি সদাইপুর থানার হাজরাপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারুদ ফ্যাক্টরির পাশে চিনপাই থেকে হাজরাপুর যাওয়ার রাস্তায় ক্রাইম করার জন্য ওই ব্যক্তি অস্ত্র সহ দাঁড়িয়ে ছিলেন। এই খবর সদাইপুর থানার পুলিশের কাছে আসতেই, পুলিশ সেখানে হানা দেয় এবং অস্ত্র সহ গ্রেপ্তার করে দুষ্কৃতিকে। তার কাছ থেকে একটি ৭.৬৫ এমএম পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া যায়।
Madhab Das