অন্যান্য স্কুলের মত কীর্ণাহার শিবচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা এই মুহূর্তে স্কুলে এসে শিক্ষকদের কাছ থেকে লাস্ট মিনিট টিপস নিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে একটা বা দুটো দিন স্কুল বন্ধ থাকার অর্থ হল মাধ্যমিক পরীক্ষার্থীদের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যাঘাত ঘটা। সেই কথা ভেবেই সোমবার কর্ম বিরতির ডাকের মধ্যেই স্কুলে আসেন প্রধান শিক্ষক নীলকুমার বন্দ্যোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: ফ্লাই অ্যাশ বোঝাই ডাম্পারের ধাক্কায় পথচারীর মৃত্যু
কেন তিনি এমন পদক্ষেপ করলেন তা ব্যাখ্যা করে ওই প্রধান শিক্ষক বলেন, সামনেই মাধ্যমিক পরীক্ষা। এই সময় আমরা স্কুল বন্ধ করতে পারি না। তবে মহার্ঘ্যভাতা আদায়ের দাবিতে রাজ্যজুড়ে যে কর্মবিরতি চলছে তাকে সমর্থন জানাই। আমাদের এটা দরকার আছে। কিন্তু এইসময় স্কুল বন্ধ এটা কখনওই সমর্থন করি না। প্রধান শিক্ষকের এই পদক্ষেপে খুশি ওই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা। তারা সোমবার স্কুলে এসে বিভিন্ন বিষয়ের শিক্ষকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বুঝে নেয়।
সৌতিক চক্রবর্তী