TRENDING:

Birbhum News : স্বাস্থ্য কেন্দ্রেই পানীয় জলের সমস্যা! 'দিদির কবচ' নিয়ে বেরিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রীর

Last Updated:

'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচির প্রচারে বেড়িয়ে উপস্বাস্থ্য কেন্দ্রের পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: রাজ্যজুড়ে চলছে তৃণমূলের 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি। সাংসদ-বিধায়ক সহ দলের উঁচুতলা থেকে একেবারে বুথ স্তরের নেতাকর্মীরা এই কর্মসূচি নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। পঞ্চায়েত নির্বাচনের আগের রাজ্যজুড়ে জনসংযোগের কাজ সারছে শাসক দল। এই কর্মসূচি চলাকালীন বিভিন্ন জায়গায় স্থানীয়দের ক্ষোভ-বিক্ষোভের মুখেও পড়তে হচ্ছে তৃণমূল নেতাদের। আবার অনেক জায়গায় তাঁরা সাদর আভ্যর্থনাও পাচ্ছেন। এই কর্মসূচিতে বেরিয়েই বীরভূমের খয়রাশোলের স্বাস্থ্যকেন্দ্রের পানীয় জলের সমস্যা মেটানোর আশ্বাস দিলেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
advertisement

দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যোগ দিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা খয়রাশোল ব্লকের বিভিন্ন এলাকায় যান। সেখানে তাঁকে দেখে এলাকার মানুষ বিক্ষোভ দেখায়নি। তবে এগিয়ে এসে নিজেদের অভাব অভিযোগের কথা জানান। কেউ বাড়ি, কেউ নর্দমা আবার কেউ পানীয় জলের সমস্যার কথা জানান মন্ত্রীকে। আর তা শুনেই সমস্যা সমাধানের আশ্বাস দেন মন্ত্রী।

আরও পড়ুন: ৫-৬ দিন টানা বন্ধ থাকছে লেভেল ক্রসিংয়ের গেট! অবাক কাণ্ডে নাজেহাল এলাকার মানুষ

advertisement

সেখানেই স্থানীয় খয়রাশোলের চুরো উপ-স্বাস্থ্য কেন্দ্রে যান মন্ত্রী। চন্দ্রনাথ সিনহাকে সামনে পেয়ে উপ-স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা তাঁদের পানীয় জলের সমস্যার কথা জানান। সঙ্গে সঙ্গে কথা বলে তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন মন্ত্রী।

অন্যদিকে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বেরিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে দীর্ঘক্ষণ ভিমগড়ে রেল গেটের কাছে আটকে থাকতে হয়। দীর্ঘদিন ধরে ব্যস্ত সময়ে এই এক‌ই সমস্যা ভোগ করছেন সাধারণ মানুষরাও। এই এলাকার মানুষ যানজটের সমস্যা দূর করার জন্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহার কাছে একটি রেল ওভার ব্রিজের দাবি জানান। তা শুনে মন্ত্রী বিষয়টি যথাযথ জায়গায় কথা বলে চেষ্টা করবেন বলে জানান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একই পরিচর্যায় আলাদা ফলন! রঙিন ফুলকপি চাষের বিশেষ পদ্ধতি দেখালেন কৃষি বিজ্ঞানীরা
আরও দেখুন

মাধব দাস

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : স্বাস্থ্য কেন্দ্রেই পানীয় জলের সমস্যা! 'দিদির কবচ' নিয়ে বেরিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রীর
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল