দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে যোগ দিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা খয়রাশোল ব্লকের বিভিন্ন এলাকায় যান। সেখানে তাঁকে দেখে এলাকার মানুষ বিক্ষোভ দেখায়নি। তবে এগিয়ে এসে নিজেদের অভাব অভিযোগের কথা জানান। কেউ বাড়ি, কেউ নর্দমা আবার কেউ পানীয় জলের সমস্যার কথা জানান মন্ত্রীকে। আর তা শুনেই সমস্যা সমাধানের আশ্বাস দেন মন্ত্রী।
আরও পড়ুন: ৫-৬ দিন টানা বন্ধ থাকছে লেভেল ক্রসিংয়ের গেট! অবাক কাণ্ডে নাজেহাল এলাকার মানুষ
advertisement
সেখানেই স্থানীয় খয়রাশোলের চুরো উপ-স্বাস্থ্য কেন্দ্রে যান মন্ত্রী। চন্দ্রনাথ সিনহাকে সামনে পেয়ে উপ-স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা তাঁদের পানীয় জলের সমস্যার কথা জানান। সঙ্গে সঙ্গে কথা বলে তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন মন্ত্রী।
অন্যদিকে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বেরিয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে দীর্ঘক্ষণ ভিমগড়ে রেল গেটের কাছে আটকে থাকতে হয়। দীর্ঘদিন ধরে ব্যস্ত সময়ে এই একই সমস্যা ভোগ করছেন সাধারণ মানুষরাও। এই এলাকার মানুষ যানজটের সমস্যা দূর করার জন্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহার কাছে একটি রেল ওভার ব্রিজের দাবি জানান। তা শুনে মন্ত্রী বিষয়টি যথাযথ জায়গায় কথা বলে চেষ্টা করবেন বলে জানান।
মাধব দাস