TRENDING:

Crime News: স্কুলছুটির পরে গায়েব ৫ম শ্রেণির ছাত্রী! খুঁজছে পরিবার, মিলছে না কোনও হদিশ

Last Updated:

Crime News: স্কুল থেকে নিখোঁজ পঞ্চম শ্রেণির ছাত্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: স্কুল থেকে নিখোঁজ পঞ্চম শ্রেণির ছাত্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার প্রেক্ষিতে সিউড়ি থানায় অভিযোগ জানিয়েছেন নিখোঁজের পরিবারের লোকজন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যাচ্ছে।
স্কুল ছুটির পর নিখোঁজ পঞ্চম শ্রেণির ছাত্রী
স্কুল ছুটির পর নিখোঁজ পঞ্চম শ্রেণির ছাত্রী
advertisement

সিউড়ি ভট্টাচার্যপাড়ার বাসিন্দা ওই ছাত্রী। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেনীতে পড়াশুনা করে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ১০ টা নাগাদ মেয়েটি স্কুল যায়। এরপর দুপুর তিনটে সাড়ে তিনটে নাগাদ স্কুল থেকে ছুটি হয়। কিন্তু তারপর আর সে বাড়ি ফেরে নি। তাতেই চিন্তার ভাঁজ পরিবারের মধ্যে। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্কুল থেকে মেয়েটির টিউশন পড়তে যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে সে যায় নি। ওই টিউশনের ম্যাডামই ফোন করে পরিবারকে জানায়।

advertisement

এরপরেই খোঁজখুঁজি শুরু হয়। পরিবারের লোকজন জানান, ওই দিন বিকেলে তারা খবর পায় যে মেয়েকে পাওয়া যাচ্ছে না। এরপরেই তাঁরা খোঁজাখুজি শুরু করেন। ঘটনার প্রেক্ষিতে তাঁরা সিউড়ি থানার দ্বারস্থ হন। পুলিশও খবর পাওয়া মাত্র তড়িঘড়ি তদন্ত শুরু করে। এই নিয়ে নিখোঁজ ছাত্রীর মা বলেন,” আমি কাওকে দোষ দিচ্ছি না। আমি কেবল মেয়েকে ফিরে পেতে চাই।”

advertisement

View More

আরও পড়ুন, তোলপাড় করা দামাল বৃষ্টি, অরেঞ্জ অ্যালার্টে ভয়ে কাঁপছে নানা জেলা, ওয়েদার আপডেট

আরও পড়ুন, মিলেনিয়াম পার্কের হাতবদল, ২৩ বছরের কর্মীরা সকলে পাননি নিয়োগপত্র, সিঁদুরে মেঘ

তাঁর সংযোজন,” দু’একদিন আগে বলছিল যে একবার বাড়ির রাস্তা ভুল করেছিল। এবার কি হয়েছে কিছুই বুঝতে পারছি না।” স্কুলের এক শিক্ষিকা বলেন,” ওঁদের ছুটি হয় তিনটে পনেরোতে। সেই সময় ওই ছাত্রী স্কুল থেকে বেরিয়েছে। আমরা খবর পাওয়া মাত্র স্কুল ক্যাম্পাস খুঁজে দেখি। কিন্তু ওঁকে পাওয়া যায় নি। পুলিশ ঘটনার তদন্ত করছে। আমরাও চাই মেয়েটি দ্রুত বাড়ি ফিরে আসুক।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

Subhadip Pal

বাংলা খবর/ খবর/বীরভূম/
Crime News: স্কুলছুটির পরে গায়েব ৫ম শ্রেণির ছাত্রী! খুঁজছে পরিবার, মিলছে না কোনও হদিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল