আরও পড়ুন: অশান্তি এতোটুকু ছুঁলো না, শুনশান বুথে চুপচাপ বসে থাকলেন ভোট কর্মীরা
তৃণমূলের বিরুদ্ধে জেলার বিভিন্ন জায়গায় বুথ দখল করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি। এরই প্রতিবাদে রামপুরহাটে এসডিও অফিস ঘেরাও করে তারা। সেখানে বিক্ষোভ দেখাতে থাকে গেরুয়া শিবিরের নেতাকর্মীরা। ‘বাংলার গণতন্ত্র উলঙ্গ হয়ে পড়েছে’ এই দাবি করে জামা খুলে শুধু গেঞ্জি পরা অর্ধ উলঙ্গ অবস্থায় বিক্ষোভে অংশ নেন তাঁরা। বিজেপি কর্মীরা মহকুমাশাসকের সঙ্গে দেখা করতে চাইলেও তাঁর দেখা পাননি। এরপরই মহকুমাশাসকের অফিসের সামনে ধর্নায় বসেন।
advertisement
এদিকে বিক্ষোভে অংশ নেওয়া বিজেপির মহিলা মোর্চার কর্মীরা জানান, ভোটের নামে প্রহসন চলছে। সর্বত্র ভোট লুট হলেও প্রশাসন হাতে চুড়ি পরে ‘ঠুঁটো জগন্নাথ’ হয়ে বসে আছে। তাই তাঁরা মহকুমাশাসকের অফিসের গেটে চুরি পরিয়েছেন।
শুভদীপ পাল
Location :
Kolkata,West Bengal
First Published :
July 08, 2023 7:44 PM IST