TRENDING:

Birbhum News: সাঁইথিয়ায় ডাকাতির ঘটনার তদন্তে সাফল্য, পুলিশের জালে পাঁচ ডাকাত

Last Updated:

চলতি মাসের ১২ তারিখ বীরভূমের সাঁইথিয়া থানা এলাকার মিত্রপুর গ্রামের বাসিন্দা মহম্মদ শাজাহানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় তদন্তে নেমে বীরভূম জেলা পুলিশ সোমবার মোট পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : চলতি মাসের ১২ তারিখ বীরভূমের সাঁইথিয়া থানা এলাকার মিত্রপুর গ্রামের বাসিন্দা মহম্মদ শাজাহানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় তদন্তে নেমে বীরভূম জেলা পুলিশ সোমবার মোট পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করার পাশাপাশি উদ্ধার হয় এই ঘটনায় ডাকাতি হওয়া সোনার গয়না, ১ লক্ষ ২০ হাজার টাকা এবং অন্যান্য সামগ্রী। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই ডাকাতির ঘটনায় মূল ষড়যন্ত্রকারী শেখ আজহারউদ্দিনের সঙ্গে মহম্মদ শাজাহানের মেয়ের পরিচয় ছিল গ্রাম্য সূত্রে।
advertisement

সেখান থেকেই মূল ষড়যন্ত্রকারী শেখ আজাহারউদ্দিন মহম্মদ শাজাহানের ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি নিয়ে আসার কথা জানতে পারেন। তারপরেই এই ডাকাতির সব কষা হয় এবং আজাহারউদ্দিন সহ মোট চারজন বাড়িতে হানা দিয়ে ডাকাতি করেন। এই ঘটনায় ধৃত বাকিরা হলেন হাসিবুল শেখ, গোলাম মোস্তাফা, শেখ মুরতাজা। ধৃতদের মধ্যে মূল ষড়যন্ত্রকারী আজাহার উদ্দিনের বাড়ি মিত্রপুরে এবং বাকি হাসিবুল শেখ ও গোলাম মোস্তাফার বাড়ি লাভপুরের দরবারপুরে।

advertisement

আরও পড়ুনঃ দুর্গা পুজোয় কী কী মানতে হবে? প্রকাশ করা হল পুজো গাইডলাইন

অন্যদিকে শেখ মুর্তাজার বাড়ি কাঁকড়তলা থানার অন্তর্গত হারিয়েক তলায়। এর পাশাপাশি এই ডাকাতির ঘটনায় সোনার গয়না কেনার অভিযোগে গ্রেফতার হন হৃদয় মন্ডল নামে আরও এক ব্যক্তি। ধৃতদের থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, হাসিবুল শেখ, গোলাম মোস্তাফা এবং শেখ মুরতাজা আগে কোন একটি ঘটনায় জেলবন্দী ছিলেন। সেই সময় তাদের মধ্যে বন্ধুত্ব হয়। পরে এই ডাকাতির ঘটনার আগে কোন সূত্রে আজাহারউদ্দিনের সঙ্গে পরিচয় হয়।

advertisement

আরও পড়ুনঃ নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার পাশের বাড়ির ছাদে! আগুন জ্বলছে এলাকায়

তারপরই তারা চারজন মিলে এই ডাকাতি করেন।পুলিশ এই ডাকাতির ঘটনায় তদন্তে নেমে সুত্র মারফত খবর পেয়ে এই অভিযুক্তদের শনাক্ত করে এবং তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃতদের মঙ্গলবার সিউড়ি আদালতে তোলা হয় এবং আদালতের তরফ থেকে তাদের ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: সাঁইথিয়ায় ডাকাতির ঘটনার তদন্তে সাফল্য, পুলিশের জালে পাঁচ ডাকাত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল