জানা গিয়েছে বীরভূমের সাঁইথিয়া থানা এলাকার আহমেদপুর ফাঁড়ির ন' পাড়া গ্রামের পান্ডু হেমব্রম ( ৬২ ) ও পার্বতী হেমব্রতকে শনিবার সকালে তাদেরই এক আত বোলপুর সিয়ান হাসপাতালে ভর্তি করে আহত অবস্থায়। শনিবার বিকালে তাদের বোলপুর হাসপাতালেই মৃত্যু হয়। ওই দুই জনের দেহের ময়নাতদন্ত করা হয় বোলপুর হাসপাতালে।
আরও পড়ুন - South 24 Parganas News: বিয়ে হয়েছিল ৬ মাস আগে, পরীক্ষার মধ্যেই আত্মঘাতী কিশোরী
advertisement
মৃতের আত্মীয়রা তাদের দেহ বাকি আত্মীয়দের দেখার জন্য একদিন বোলপুর হাসপাতাল মর্গে রাখতে চাইলেও তাদের গ্রামের মোড়ল ও কয়েকজন গ্রামের লোক শনিবার সন্ধ্যাতেই দেহ সৎকারের ব্যবস্থা করে শান্তিনিকেতন থানা এলাকা লাগোয়া বেনেডাঙা গ্রামের শ্মশানে নিয়ে যায় ট্রাক্টরে করে।
আরও পড়ুন - Shani Dev Sanket: আপনি কি শনিদেবের আশীর্বাদ ধন্য, ইঙ্গিত দেন তিনিই, মিলিয়ে নিন
সৎকার করতে গেলে স্থানীয় বেনেডাঙা ও হেরুকা গ্রামের লোকেরা দিয়ে সতকারে বাধা দেয়। তাদের অভিযোগ ন পাড়া আদিবাসী গ্রামের মোড়লের মারধরেই আহত হয়ে মৃত্যু হয়েছে দম্পতির। তারা আহমেদপুর ফাঁড়ি ও সাঁইথিয়া থানার পুলিশ আসে শ্মশানে। গ্রামবাসিদের অভিযোগের ভিত্তিতে ন' পাড়া গ্রামের মোড়লকে রাতে আটক করে সাঁইথিয়া থানায় নিয়ে যায় পুলিশ।সকালে গ্রেফতার করা হয় মোড়লকে, তাকে রবিবার সিউড়ি আদালতে তোলা হলে ১০ পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
Supratim Das