এদিন রীতি মেনে দুপুর একটার সময় তারা মায়ের অন্ন ভোগের আয়োজন করা হয়। অন্ন ভোগের জন্য তারা মায়ের গর্ভগৃহের দরজা দুপুর বারোটার সময় বন্ধ করে দেওয়া হয় এবং অন্ন ভোগের পর ফের তা খুলে দেওয়া হয়। সন্ধ্যার সময় হবে মায়ের সন্ধ্যা আরতি এবং তারপর আয়োজন করা হবে মহাযজ্ঞের ও মায়ের কলস যাত্রার। এর পাশাপাশি বটুক ভৈরব বামদেবের পুজোর শুরু হচ্ছে তারাপীঠে আজ থেকে। নতুনভাবে এই পুজোর সূচনা করা হচ্ছে। যেহেতু এই দিনেই বামদেব তারা মায়ের দর্শন পেয়েছিলেন তাই এই পূজোর আয়োজন করছে তারাপীঠ মন্দির কমিটি।
advertisement
আরও পড়ুন: চীন সীমান্তের বরফে ঢাকা গুম্ফায় যাচ্ছে কুমারটুলির বুদ্ধ মূর্তি!
কৌশিকী অমাবস্যার জন্য তারা মায়ের ভোগে থাকছে বিশেষ আয়োজন। থাকছে ১৬ থেকে ১৭ রকমের ভাজা, খিচুড়ি, পায়েস, পোলাও, অন্ন, চাটনি, মিষ্টি এবং শোল মাছ পোড়া। অন্যদিকে কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পাঁচ থেকে সাত লক্ষ পুণ্যার্থীদের আগমনের কথা মাথায় রেখে তারাপীঠ মন্দির কমিটি এবং বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। পাশাপাশি আগত পুণ্যার্থীরা যাতে কোনরকম অসুবিধার সম্মুখীন না হন সেই দিকে নজর রাখার জন্য তাদের প্রয়োজনীয় পাণীয় জল, ওষুধপত্র এবং মেডিকেল টিমের ব্যবস্থা রাখা হয়েছে।
Madhab Das