এর পরিপ্রেক্ষিতে জয়দেব রাধা বিনোদ মন্দিরের সেবায়েত বেনীমাধব অধিকারী জানিয়েছেন, গীতগোবিন্দ রচয়িতা কবি জয়দেবের বাড়িতেই তৈরি হয়েছে রাধা বিনোদ মন্দির। এই মন্দির তৈরি করেছিলেন বর্ধমানের রাজা কীর্তি চাঁদ বাহাদুর। কবি জয়দেব কেন্দুলী থেকে কাটোয়ায় যেতেন গঙ্গাস্নান করতে। কিন্তু একদিন কবি জয়দেবকে গঙ্গা দেবী স্বপ্নে দেখা দিয়ে জানান, তাকে আর কষ্ট করে কাটোয়া যেতে হবে না। গঙ্গা দেবী জানিয়েছিলেন, কদম কুন্ডের ঘাটে মকর সংক্রান্তিতে উজানে তিনি খোদ কেন্দুলিতে আসবেন। এরপরেই তিনি গঙ্গা দেবীর দর্শন পান।
advertisement
আরও পড়ুন - সাজানো হল স্ত্রী ও শ্যালিকা গুপ্তধণের সন্ধানে পুলিশের কামাল ব্লু প্রিন্ট, কোটি টাকার জিনিস নিয়ে বড় খোঁজ
কথিত এই কাহিনী অনুসারেই পুণ্যার্থীরা মকর সংক্রান্তিতে জয়দেব কেন্দুলীর অজয়ের ঘাটে এসে জমা হন গঙ্গাস্নানের জন্য। তাদের মধ্যে বিশ্বাস রয়েছে মকর সংক্রান্তিতে জয়দেব কেন্দুলীর অজয়ে স্নান করলে গঙ্গাস্নান সম পুণ্য লাভ হয়। করোনা কালে গত দু'বছর ধরে ভক্তদের সেইভাবে সমাগম হয়নি রাধা বিনোদ মন্দিরে বলে জানিয়েছেন মন্দিরের পুরোহিত। তবে ইদানিংকালে মন্দিরের কারুকার্য এবং রাধা বিনোদের দর্শন পেতে ভক্তদের আগমন ভালোভাবেই হতে শুরু করেছে।
মকর সংক্রান্তি ছাড়াও বছরের বিভিন্ন সময় এখানকার রাধা বিনোদ মন্দিরে দূর-দূরান্ত থেকে ভক্তদের সমাগম হয়। যারা দূরদূরান্ত থেকে আসেন তারা রাধা বিনোদের দর্শন পেয়ে নিজেদের ধন্য বলে মনে করেন।
Madhab Das