বোলপুরের এক ভাস্কর্য কর্মশালায় স্থান পেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। বর্তমানে সেখানে জীবন্ত মানুষকে বসিয়ে মাটি দিয়ে ভাস্কর্য নির্মাণের কর্মশালা চলছে৷ সেখানে ছবি দেখে তৈরি করা হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মূর্তি৷
বীরভূমের দুবরাজপুরের কবিরাজপাড়ার বাসিন্দা শিল্পী ঝুলন মেহেতরী। ২০১৫ সাল থেকে বোলপুরের জাম্বুনীতে বসবাস করেন৷ বেসরকারি একটি আর্ট প্রতিষ্ঠান থেকেই শিল্পকর্মে হাতেখড়ি৷ মূলত, তাঁর উদ্যোগেই বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের শান্তিদেব কক্ষে শুরু হয়েছে দুদিনের ভাস্কর্য কর্মশালা।
advertisement
জীবন্ত মানুষকে সামনে বসিয়ে মাটি দিয়ে তার অবয়ব নির্মাণের প্রশিক্ষণ নিচ্ছে শিল্পীরা৷ পাশাপাশি, এই কর্মশালায় দেখা গেল মাটি দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আবক্ষ মূর্তি তৈরি করছেন শিল্পীরা। শিল্পীরা জানান, এই মুহুর্তে রাজ্যের একজন 'প্রতিবাদী মুখ' বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাই অন্যান্য ভাস্কর্যের পাশাপাশি তাঁরও মূর্তি বানানো হল এই কর্মশালায়।
ভাস্কর্য কর্মশালার আয়োজক শিল্পী ঝুলন মেহেতরী বলেন, "লাইভ মডেল বসিয়ে ভাস্কর্য বানানোর কর্মশালার আয়োজন করেছি আমরা৷ বাচ্চা মেয়েদের বসিয়ে মাটি দিয়ে মূর্তি বানাচ্ছেন সকলে৷ পাশাপাশি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা ছবি দেখেও মূর্তি বানানোর চেষ্টা করছি। মাটি নিয়ে শিল্পের খেলা একে বলে৷ যেহেতু এই মুহুর্তে প্রতিবাদী মুখ বিচারপতি গঙ্গোপাধ্যায়, তাই তাঁর মূর্তিও এই কর্মশালায় রয়েছে।"
Subhadip Pal





