সম্প্রতি ভুবন বাদ্যকরের ঠিকানা দুবরাজপুর। সেখানেই একটি ভাড়া বাড়িতে থাকছেন তিনি। মাস পাঁচেক ধরে তিনি ওই ভাড়া বাড়িতে রয়েছেন। সেখানে তাঁকে মাসিক ২৭০০ টাকা করে বাড়ি ভাড়াও গুনতে হয়। দুবরাজপুরের বটতলা এলাকার একটি বাড়ির দোতলায় তিনি আপাতত থাকছেন।
আরও পড়ুনঃ রাজুর হোটেলে কী ঘটত? খুনের নীল নকশা খুঁজতে পুলিশি অভিযান! প্রকাশ্যে মারাত্মক তথ্য
advertisement
কিন্তু কি কারণ? ভুবন বাদ্যকর জানান, তাঁর ছেলে দুবরাজপুর থানায় সিভিক ভলেন্টিয়ারের কাজ করেন। সেই জন্য তাঁকে রাতে কাজে যেতে হয়। অনেক সময়ই কাজ থেকে ফিরতে রাত হয়ে যায়। ছেলের কাজের সুবিধার্থে তিনি এখন দুবরাজপুরে বাড়ি বাড়া নিয়েছেন। ভুবন বাদ্যকরের কথায়, 'ছেলের কাজের সুবিধার জন্য মাস পাঁচেক ধরে দুবরাজপুরে আছি।'
advertisement
Subhadip Pal
Location :
Kolkata,West Bengal
First Published :
April 03, 2023 5:58 PM IST