Raju Jha Murder|| রাজুর হোটেলে কী ঘটত? খুনের নীল নকশা খুঁজতে পুলিশি অভিযান! প্রকাশ্যে মারাত্মক তথ্য

Last Updated:

Raju Jha Murder Case: ঘটনার তদন্তে সিটি সেন্টারের ওই হোটেলে এলেন পুলিশের দুই কর্তা। রবিবার সন্ধ্যার দিকে হোটেলে হাজির হন বর্ধমান সার্কেলের সিআই এবং শক্তিগড় থানার আইসি।

+
রাজু

রাজু ঝা মৃত্যু তদন্ত

দুর্গাপুর: জাতীয় সড়কের ধারে গলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে একদা কয়লা সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট রাজু ঝাকে। ২০২০ সালে তিনি যোগদান করেছিলেন বিজেপিতে। অথচ তার মৃত্যুতে উঠে আসছে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ আব্দুল লতিফ যোগসূত্র। যে ঘটনা রাজু ঝাঁয়ের মৃত্যুতে তুলে দিয়েছে একাধিক প্রশ্ন। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শিল্পাঞ্চলের বুকে ছড়িয়েছে আতঙ্ক।
দুর্গাপুর সিটি সেন্টারে থাকা রাজু ঝায়ের বিলাসবহুল হোটেলটিও এই মৃত্যুর সঙ্গে জড়িয়েছে। তাই ঘটনার তদন্তে সিটি সেন্টারের ওই হোটেলে এলেন পুলিশের দুই কর্তা। দুটি পৃথক পৃথক গাড়িতে রবিবার সন্ধ্যার দিকে হোটেলে হাজির হন বর্ধমান সার্কেলের সিআই এবং শক্তিগড় থানার আইসি। যদিও তদন্ত সম্পর্কে মুখ খুলতে চাননি পুলিশকর্তারা।
advertisement
advertisement
উল্লেখ্য, রাজু ঝাঁয়ের মৃত্যুতে ১২ সদস্যের একটি সিট গঠন করা হয়েছে। শুরু হয়েছে ঘটনার তদন্ত। পাশাপাশি গতকাল রবিবার ঘটনাস্থলে গিয়েছিল ফরেনসিক টিম। খবর সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে বারটি কার্তুজের খোল উদ্ধার করেছে ফরেনসিক টিম। পাশাপাশি যে নীল গাড়িটি উদ্ধার করা হয়েছে, সেখান থেকেও কিছু গুরুত্বপূর্ণ নমুনা মিলেছে বলে খবর।
advertisement
অন্যদিকে, সূত্র জানা গিয়েছে, রাজু ঝাঁয়ের মৃত্যুতে যে আব্দুল লতিফ যোগ উঠে আসছে, সেই আব্দুল লতিফ ঘটনার আগের দিন দুর্গাপুরের ওই হোটেলে ছিলেন। এমনকি তারা দুর্গাপুর থেকে একসঙ্গে রওনা দিয়েছিলেন বলে খবর। কিন্তু খুনের ঘটনার পর থেকে হদিস নেই আব্দুল লতিফের। সেই ঘটনার তদন্তের স্বার্থে হোটেলে এলেন পুলিশের দুই কর্তা। তবে হোটেল থেকে কি সূত্র পাওয়া গিয়েছে, কি নমুনা বা প্রমাণ পাওয়া গিয়েছে, এ বিষয়ে মুখ খুলতে চাননি তারা।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Raju Jha Murder|| রাজুর হোটেলে কী ঘটত? খুনের নীল নকশা খুঁজতে পুলিশি অভিযান! প্রকাশ্যে মারাত্মক তথ্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement