ধৃত ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি মাস্কেট, ম্যাগাজিন সহ একটি নাইন এমএম অটোমেটিক পিস্তল, ম্যাগাজিন সহ দুটি ৭.৬৫ এমএম পিস্তল, আট এম এম পাঁচ রাউন্ড গুলি, নয় এমএম দু রাউন্ড গুলি, পাঁচ প্যাকেট প্রায় ছয় কেজি ধূসর রংয়ের গান পাউডার এবং তিন প্যাকেট চার কেজি হলুদ গান পাউডার।
advertisement
আরও পড়ুন - চাপা স্বভাবের মেধাবী কিশোরী, হঠাৎই ঝুলন্ত দেহ উদ্ধার, তারপর যা যা হল
ঘটনার পরিপ্রেক্ষিতে অ্যাডিশনাল এসপি বোলপুর সুরজিৎ কুমার দে জানিয়েছেন, বৃহস্পতিবার আমরা নিশ্চিতভাবে খবর পায় যে তার বাড়িতে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য দুষ্কৃতি মূলক জিনিসপত্র আনা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতেই তার বাড়িতে হানা দেওয়া হয় এবং বাড়ির ভিতর খাটের নিচ থেকে এই সকল জিনিসপত্র উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে আরও একজনের খোঁজ পাওয়া যায় এবং তাকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এই সকল আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য দুষ্কৃতি মূলক জিনিসপত্র আনা হয়েছে পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকে। কি উদ্দেশ্য নিয়ে তা না হয়েছিল সেই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।
Madhab Das