TRENDING:

Anubrata Mondal|| ইডির কোন প্রশ্নের মুখে অনুব্রত ঘনিষ্ঠ মলয় পিট? শুনুন তাঁর মুখ থেকেই

Last Updated:

Anubrata Mondal case latest update: অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পিঠকে দিল্লিতে তলব করে জিজ্ঞাসাবাদ করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: গরু পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এই মামলায় তিনি এখনও জেল হেফাজতে রয়েছেন। তবে অনুব্রত মণ্ডল জেল হেফাজতে থাকলেও তার ঘনিষ্ঠ একের পর এক ব্যবসায়ী থেকে কাউন্সিলর এবং নেতাদের তলব করে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। এরই মধ্যে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পিঠকে দিল্লিতে তলব করে জিজ্ঞাসাবাদ করেন।
advertisement

একাধিক বার সেখানে বসিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার পর বৃহস্পতিবার রাতে তিনি বোলপুরে ফেরেন। বোলপুরে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ঠিক কী কী জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

আরও পড়ুনঃ গভীর রাতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আচমকা বেজে উঠল বিপদ সংকেত, শেষে কি হল?

মলয় পিঠ জানান, মূলত ইডি আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসা করেন, এই যে গরু পাচার অথবা কয়লা পাচারের কোনওরকম টাকা তার সংস্থায় এসেছে কিনা? এ ছাড়াও জিজ্ঞাসা করা হয় কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার নজরে যে সকল ব্যক্তিরা রয়েছেন তাদের কোনও বিনিয়োগ তার সংস্থায় রয়েছে কিনা? এই সকল প্রশ্নের পরিস্থিতিতে মলয় পিঠ যা যা জানানোর তা জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বলে দাবি করেছেন। তিনি দাবি করেছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, তার থেকে যে উত্তর পেয়েছেন তাতে নাকি তারা খুশি।

advertisement

View More

পাশাপাশি মলয় পিঠ দাবি করেছেন, তিনি দীর্ঘ কয়েক বছর ধরেই স্বচ্ছতার সঙ্গে তার বিভিন্ন সংস্থা চালাচ্ছেন। তবে সেই সকল সংস্থা চালানোর ক্ষেত্রে ছোটখাটো কোন ত্রুটি থাকতে পারে। সেই সকল ত্রুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে ধরা পড়লে তা সংশোধন করে নেওয়া হবে। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক তাকে যতবার ডাকবেন তিনি যাওয়ার চেষ্টা করবেন এবং তার থেকে যা যা নথি চাওয়া হবে সব তিনি প্রয়োজন মতো পৌঁছে দেবেন অথবা মেল করে দেবেন বলে জানিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Anubrata Mondal|| ইডির কোন প্রশ্নের মুখে অনুব্রত ঘনিষ্ঠ মলয় পিট? শুনুন তাঁর মুখ থেকেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল