TRENDING:

Adhir Ranjan Chowdhury: 'কেষ্ট আর তৃণমূলে থাকবে না!' বীরভূমে দাঁড়িয়েই বিরাট দাবি অধীরের, শুরু তুমুল জল্পনা

Last Updated:

ঘটনাচক্রে অধীরের এই আক্রমণের দিনেই অনুব্রত, তাঁর স্ত্রী এবং মেয়ের নামে থাকা প্রায় ১১ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বোলপুর: অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে তাঁর গড় বীরভূমে দাঁড়িয়েই বিস্ফোরক দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷ এ দিন বোলপুরে কংগ্রেসের সভা থেকে অধীরের দাবি, কেষ্ট আর তৃণমূলে থাকবে না। মোদিকে খুশি করতে এখন থেকেই গেরুয়া পরছে।
অনুব্রতকে আক্রমণ অধীরের৷
অনুব্রতকে আক্রমণ অধীরের৷
advertisement

এ দিন বোলপুরের রেল ময়দানে সভা করে কংগ্রেস। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস জেলা সভাপতি মিলটন রশিদ সহ দলের অন্যান্য নেতারা৷

এই সভা থেকেই অনুব্রত মণ্ডলকে তীব্র কটাক্ষ করেন অধীর৷ দাবি করেন, জেল থেকে মুক্তি পেতে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুশি করার চেষ্টা করছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি৷ অধীর বলেন, ‘কেষ্ট আগামী দিনে আর তৃণমূলে থাকবে না৷ মিলিয়ে নেবেন আপনারা৷ কেষ্টর ফতুয়ার রং পালটে গিয়েছে। আগে কেষ্ট সবুজ পরত দিদিকে খুশি করার জন্য। এখন কেষ্ট গেরুয়া রং পরছে মোদিকে খুশি করার জন্য৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একই পরিচর্যায় আলাদা ফলন! রঙিন ফুলকপি চাষের বিশেষ পদ্ধতি দেখালেন কৃষি বিজ্ঞানীরা
আরও দেখুন

ঘটনাচক্রে অধীরের এই আক্রমণের দিনেই অনুব্রত, তাঁর স্ত্রী এবং মেয়ের নামে থাকা প্রায় ১১ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। সেই প্রসঙ্গেও অনুব্রতকে কটাক্ষ করেন বহরমপুরের কংগ্রেস সাংসদ৷ অধীর বলেন, ‘অনুব্রতর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এতো হাতি কা পেট মে ইলাচি কা দানা৷ এক রকম কত কেষ্ট বাজারে৷ দিদি গর্ব করে বলে। কেষ্ট নাকি বাঘ৷ এই বাঘ কয়লা খায়, বালি খায়, পাথর খায় টাকা খায়।’

advertisement

বাংলা খবর/ খবর/বীরভূম/
Adhir Ranjan Chowdhury: 'কেষ্ট আর তৃণমূলে থাকবে না!' বীরভূমে দাঁড়িয়েই বিরাট দাবি অধীরের, শুরু তুমুল জল্পনা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল