ওই গ্রামের শম্ভু ঠাকুর নামে এক ব্যক্তির বছর পাঁচের খুদে শিশু শুভম ঠাকুর রবিবার সকাল ১০টা থেকে নিখোঁজ হয়ে যান। শুভম যে দোকানে বিস্কুট আনতে গিয়েছিল সেই দোকানটি তার বাড়ি থেকে মাত্র কয়েকশো মিটার দূরে। বাড়ি থেকে মাত্র কয়েকশো মিটার দূরে থাকা ওই দোকান থেকে ফেরার পথে কীভাবে সে গায়েব হয়ে গেল তা নিয়েই এখন রহস্য দানা বাঁধতে শুরু করেছে। রবিবার সকাল থেকেই এমন ঘটনার পর শান্তিনিকেতন থানার পুলিশ তন্ন তন্ন করে ওই শিশুকে খোঁজার চেষ্টা চালাচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ হারিয়ে যাওয়া ১৪৫টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ
এমনকি সকাল থেকে সন্ধ্যা পেরিয়ে যাওয়ার পরও যখন ওই শিশুর কোন খোঁজ পাওয়া গেল না সেই সময় রাতে ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে এসে তল্লাশি শুরু করে। তবে সেই কুকুর দিয়ে তল্লাশি চালানোর পরও কোনরকম খোঁজ পাওয়া যায়নি ওই শিশুর। এমনকি সোমবারও এখনও পর্যন্ত ওই শিশুর কোনও রকম পাত্তা করতে পারা যায়নি। রহস্যজনকভাবে নিজের বাড়ির কাছ থেকে এইভাবে ওই শিশুর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় এলাকার বাসিন্দারা অপহরণের মতো কাণ্ড জড়িয়ে থাকতে পারে বলে অভিযোগ করছেন।
আরও পড়ুনঃ কন্যাশ্রী ক্লাব, কী না করতে পারে! দেখুন বীরভূমের চিত্র
এর পাশাপাশি তাদের অভিযোগ, গ্রামেরই কোন মানুষ এর সঙ্গে যুক্ত থাকতে পারেন। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভেঙ্গে পড়েছে শুভম ঠাকুরের পুরো পরিবার। তারা অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন কখন ফিরে আসবে তাদের কোলের সন্তান।
Madhab Das