জেলা পরিষদের ৩৩ নাম্বার আসনে প্রার্থী হয়েছেন কংগ্রেসের গোপাল ধীবর। খানে শাসক দলের প্রার্থী তরুণ যুবক অভিজিৎ সিংহ এর পরিচিতি এলাকায় বেশ ভালই। তা সত্ত্বেও কংগ্রেস প্রার্থী গোপাল ধীবরের গলায় আত্মবিশ্বাসের সুর। দাবি করলেন জয়ী তিনিই হবেন। প্রার্থী গোপাল ধীবর, বিবেকানন্দ কেওড়াকে নিয়ে তার লিফলেট বিলি করে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে প্রচার সারলেন।
advertisement
অপরদিকে বাঁকুড়া জেলা পরিষদের ৩৪ নম্বর আসনের প্রার্থী কংগ্রেস বিবেকানন্দ কেওড়া। ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাসকদলের ২০১৩ থেকে ১৮ বড়জোড়া পঞ্চায়েতের প্রধান এবং পরবর্তী সময়ে পঞ্চায়েত সমিতির সদস্যা লড়াকু নেত্রী অর্চিতা বিদের সঙ্গে। রয়েছেন বিজেপির দাপুটে নেতা স্বরূপ ঘোষও।
আরও পড়ুন: আকাশে ঘন কালো মেঘ, বৃষ্টির পরিমাণ কী হবে, রইল ওয়েদারের চমকপ্রদ আপডেট
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে রোদ-বৃষ্টির লুকোচুরি! আর এই জেলাতেই ৪ টে বাজলেই ‘খেলা শুরু’
এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে সিপিএম প্রার্থীও। তবু সব সবাইকে ছাপিয়ে কংগ্রেস প্রার্থী বিবেকানন্দ কেওড়ার দাবি, জয়ী তিনি হচ্ছেন । তার দাবি, শাসক দলের নেতা নেত্রীরা দুর্নীতির মধ্যে ডুবে রয়েছেন। যা মানুষ বুঝতে পেরেছে। আর বিজেপিও তাদের এপিঠ ওপিঠ। মানুষ চায় ক্ষমতায় ফেরাতে জাতীয় কংগ্রেস কেই। বড়জোড়া সবজি বাজারে পূর্ণ মনোবলের সহিত লিফলেট বিলি করতে এসে এমনটাই বলেন তিনি।
নীলাঞ্জন ব্যানার্জী