আরও পড়ুন: টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি এই জেলায়
রানিবাঁধের রাজাকাটা পঞ্চায়েতে অবস্থিত খেড়াসাই গ্রাম। বাঁকুড়া-রানিবাঁধ রাজ্য সড়ক যাতায়াতের দেড় কিলোমিটার ও অন্যদিকে গ্রাম থেকে রাজাকাটা শিব মন্দির পর্যন্ত যাতায়াতের এক কিলোমিটার রাস্তা কাঁচা ও বেহাল দশা। এই বেহাল রাস্তা পাকা করার দাবি দীর্ঘদিনের। গ্রামের দু’দিকের যাতায়াতের রাস্তাতেই গর্ত ও পাথর বেরিয়ে এসেছে। ফলে গ্রামে কোনও অ্যাম্বুলেন্স বা ছোট গাড়ি ঢুকতে চায় না। তবে বর্ষাকালে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। রাস্তার গর্তে জল জমে ব্যাপক কাদার সৃষ্টি হয়েছে। বর্তমানে এই রাস্তা দিয়ে চলাচল করাটাই এক চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে বড় থেকে ছোট সকলের কাছে। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে প্রবল ক্ষুব্ধ গ্রামের মানুষ। আর তাই তাঁরা রাস্তার উপরে ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখান।
advertisement
বাঁকুড়া জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা রানিবাঁধ ব্লক তৃণমূলের সভাপতি চিত্তরঞ্জন মাহাত গ্রামবাসীদের এই ক্ষোভ প্রসঙ্গে বলেন, পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির মাধ্যমে ধাপে ধাপে রাস্তার কাজ হবে। পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় কিছু কিছু রাস্তার কাজ থমকে আছে। তবে দ্রুত ওই গ্রামের রাস্তা তৈরি করার পরিকল্পনা আছে বলে তিনি জানান।
নীলাঞ্জন ব্যানার্জী