আরও পড়ুন Kolkata Weather: কলকাতায় প্রবল ঝড়ো হাওয়ায় লন্ডভন্ড চারিদিক, সঙ্গে ঝমঝমিয়ে স্বস্তির বৃষ্টি!
আড়াই বছরের ক্ষুদে আদো আদো গলাতে গেয়ে ফেলে ভারতের জাতীয় সঙ্গীত। শুধু তাই নয় একেবারে ঝড়ের গতিতে বলে ফেলে ভারতের সমস্ত রাজ্যের নাম। অনায়াসে বলে ফেলে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নাম। ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা সোজা কিংবা উল্টো গড়গড়িয়ে বলে ফেলে অনায়াসে। শুনলে অবাক লাগলেও এই ক্ষুদে শিশুটির মুখস্তবিদ্যার দক্ষতা হার মানাবে বড়ো মানুষদেরও। এখন এই ক্ষুদে শিশুটি রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায়। আড়াই বছরের প্রিয়মের কীর্তি মুগ্ধ করে দিয়েছে সকলকে।প্রিয়মের মা সুপর্ণা চক্রবর্ত্তী বলেন ছেলের এই সাফল্যে খুবই আনন্দিত। এখন চারিদিক থেকে বিভিন্ন মানুষ ফোন করে ছেলের সম্পর্কে জানতে চাইছেন।
advertisement
আরও পড়ুন Birbhum news : কোপাই নদী বাঁচাতে অভিযান, আটক মাটি ভর্তি দুই ট্রাক্টর
প্রিয়মের বাবা প্রতীক চক্রবর্তী বলেন বই পড়ালে বা কেউ কোন কথা বললে খুব সহজেই মনে রাখে প্রিয়ম। তবে প্রথমটা শুরু হয়েছিল গাড়ির নম্বর থেকে। তখনও অক্ষরজ্ঞান হয়নি তার। তার আগেই বাইকের নম্বর দেখেই পুরো নম্বরের সংখ্যা বলে দিত প্রিয়ম। তখন রীতিমতো সবাই আশ্চর্য হয়ে যাই। তারপর থেকে প্রিয়মকে মৌখিক ভাবে পড়ানো শুরু করি। বিভিন্ন রাজ্য এবং দেশ বিদেশের বিভিন্ন বিষয়।
জয়জীবন গোস্বামী





