TRENDING:

Bankura News: যথাযোগ্য মর্যাদায় পালিত হল 'বাঁকুড়ার গান্ধি' গোবিন্দপ্রসাদ সিং-এর জন্ম দিবস

Last Updated:

বিশিষ্ট সমাজ সংস্কারক, স্বাধীনতা সংগ্রামী 'বাঁকুড়ার গান্ধি' হিসেবে পরিচিত গোবিন্দপ্রসাদ সিংহের আজ ১৩৪ তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া: বিশিষ্ট সমাজ সংস্কারক, স্বাধীনতা সংগ্রামী 'বাঁকুড়ার গান্ধি' হিসেবে পরিচিত গোবিন্দপ্রসাদ সিংহের আজ ১৩৪ তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। মঙ্গলবার গোবিন্দপ্রসাদ মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগের সামনে, তাঁর মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান ওই সংগঠনের সদস্যরা। একই সঙ্গে তাঁর ভাবধারা, কর্মজীবন নিয়ে বিস্তীর্ণ আলোচনা করা হয় এদিন।
advertisement

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃতে প্রথম স্থানাধিকারী ও শ্রী শ্রী সারদা মায়ের মন্ত্রশিষ্য ছিলেন তিনি। দেশপ্রেমী, নিষ্ঠাবান, সদা তৎপর এই গান্ধিবাদী নেতা তথা স্বাধীনতা সংগ্রামের প্রাণপুরুষ এখনও জড়িয়ে রয়েছেন বাঁকুড়ার সঙ্গে।

আরও পড়ুন- অস্তিত্বের সংকটে বিষ্ণুপুরের লন্ঠন শিল্প

প্রত্যন্ত বাঁকুড়ার জঙ্গলঘেরা একটি ব্লক গঙ্গাজল ঘাটি। এই ব্লকেরই ছোট্ট একটি গ্রাম, যার তৎকালীন নাম কনেমারা, সেই গ্রামেই গোবিন্দপ্রসাদ বাবুর জন্ম ১৮৮৯ সালে। পরবর্তীকালে গোবিন্দবাবুর নামেই এই গ্রামের নাম হয় গোবিন্দধাম। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত, সারদা মায়ের কাছে দীক্ষিত গোবিন্দপ্রসাদবাবু এক দিকে যেমন আধ্যাত্মিক চরিত্র, অন্য দিকে তেমনই দেশপ্রেমী মুখ। ছাত্রাবস্থা থেকেই গোবিন্দপ্রসাদের মনে অঙ্কুরিত হয় দেশপ্রেমের বীজ। বাঁকুড়া ওয়েসলিয়ান কলেজ থেকে বি এ পাশ করেন তিনি।

advertisement

View More

আরও পড়ুন- আধুনিকতার ছোঁয়ায় ভাটা পড়েছে পটুয়াদের পট শিল্পে

স্বাধীনতা সংগ্রামী তথা সমাজ সংস্কারক এই মানুষটি সারদা মায়ের শিষ্য। ছাত্রাবস্থাতেই দীক্ষা নিতে ছুটে গিয়েছিলেন সারদা মায়ের কাছে। প্রথম বার ফিরিয়ে দিলেও, দ্বিতীয় বার দীক্ষা দিতে রাজি হন মা সারদা।

বাঁকুড়ার মানুষ গোবিন্দবাবুর স্মৃতি রক্ষার্থে তৈরি করেছে অমরকানন গোবিন্দপ্রসাদ মহাবিদ্যালয়, উখড়াডিহি গোবিন্দপ্রসাদ উচ্চবিদ্যালয়, কনেমারা গ্রামের নাম পরিবর্তন করে রেখেছে গোবিন্দধাম। এছাড়া, বাঁকুড়া শহরে রয়েছে গোবিন্দপ্রসাদ সিংহ রোড। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সহ জেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরিতে তাঁর সম্পূর্ণ অবদান রয়েছে।

advertisement

গোবিন্দপ্রসাদ ১৯২১ সালে বাঁকুড়া জেলা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের কারণে একাধিকবার ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়েন তিনি। ১৯৪২-র 'ভারত ছাড়ো আন্দোলন'-এ যোগ দিয়ে কলকাতা সেন্ট্রাল জেলে ১৮ মাস কারাবাস করেছেন তিনি। তাঁর তৈরি অমরকানন রামকৃষ্ণ সেবাদল আশ্রম, গান্ধিজি, নেতাজি সহ সেই সময়কার প্রথম সারির দেশনায়কদের পদধূলিতে ধন্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Joyjiban Goswami

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: যথাযোগ্য মর্যাদায় পালিত হল 'বাঁকুড়ার গান্ধি' গোবিন্দপ্রসাদ সিং-এর জন্ম দিবস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল