বাঁকুড়ার এক্তেশ্বরে শিবের গাজন বিখ্যাত। সেই গাজন উপলক্ষ্যে বসে মেলাও। মেলাতে হাজির হয় জেলা ও জেলার বাইরের বহু মানুষ। বিভিন্ন ধরনের নাগরদোলা সহ মনোরঞ্জনকারী খেলা ও খাবারের দোকানে পসরা সাজায় ব্যবসায়ীরা ।
আরও দেখুন -
শুক্রবার দুপুরে মেলার ঘূর্নায়মান নাগরদোলায় দাঁড়িয়ে সেল্ফি তুলতে গিয়ে এক তরুনীর মাথার চুলের গোছা আটকে যায় নাগরদোলার ঘূর্নায়মান বিয়ারিং এ। এরপরেই উপর দিকে উঠার সময় চুলের গোছাতে টান পড়ে চুলের গোছা ছিড়ে কুড়ি ফুট উঁচু থেকে নিচে পড়ে যায় ওই তরুণী।
advertisement
আরও পড়ুন - Kolkata Latest Weather Alert|| জ্বলছে কলকাতা, শনশনিয়ে লু, তাপমাত্রা এবার সত্যি ভয় দেখছে
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর গাজন মেলায় নাগরদোলায় চড়েছিলেন বছর কুড়ির বাঁকুড়ার ভাদুলের বাসিন্দা ওই মেয়েটি। নাগরদোলায় চড়ে সেলফি নিচ্ছিলেন ওই যুবতী। এই সময়ই অসাবধানতাবশত কোনভাবে তার চুলের গোছা আটকে যায় নাগরদোলার পিলারের বেয়ারিঙে। আর তাতেই ঘটে দুর্ঘটনা।
তড়িঘড়ি স্থানীয়দের সহযোগীতায় বাঁকুড়া সদর থানার পুলিশ ওই যুবতীকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতায় উদ্দেশ্যে। কিন্তু কলকাতা পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। শোকের ছায়া নেমে এসেছে বাঁকুড়ার শিবের গাজন মেলায় এক্তেশ্বর এলাকায়।
Priyabrata Goswami