নিয়মমতো ২৬ দিনের কাজ মেলার কথা থাকলেও সময় মত মেলে না কাজ। আর সঠিক সময়ে কাজ না মেলায় চার-পাঁচ হাজারের বেশী মজুরি মেলে না। তারা আরো বলেন তাদের মূলত দাবি সারাদিন তারা যে পরিশ্রম দেন সে অনুপাতে মজুরি পান না। তাই সমকাজে সমবেতনের দাবি জানান তারা এবং সময় মত বেতন সহ মাসের ২৬ দিনের কাজ এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করার দাবি জানান তারা। শুক্র এবং শনিবার এই দুইদিন কোন অস্থায়ী কর্মী কাজে যোগ না দেওয়াই স্থায়ী কর্মীরাই পরিস্থিতি মোকাবেলাই বাস নিয়ে রাস্তায় বেরিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ প্রাপ্য বোনাসের দাবিতে সোনামুখী পৌরসভার সামনে ঝাড়ুহাতে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের
তবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাঁকুড়া ডিপো থেকে বেরোনো বাসের সংখ্যা নিতান্তই খুব কম। বাসচালক এবং বাস পরিচালকদের তরফে জানানো হয়েছে পুজোর আগে কোনভাবেই তারা সাধারণ যাত্রীদের সমস্যায় ফেলতে চান না। কিন্তু দীর্ঘদিন ধরেই তাদের দাবি দাওয়া সংশ্লিষ্ট সংস্থাকে জানানো হলেও মেলেনি কোন সুরাহা। যার কারণে এক প্রকার বাধ্য হয়েই তারা একসাথে কর্ম বিরতির সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুনঃ নিয়োগের দাবিতে ফের আন্দোলনে নামলেন বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ
বছরের পর বছর তারা কাজ করে যাচ্ছেন কিন্তু বেতন তাদের একই রয়ে গেছে। কিন্তু সারাদিনের পরিশ্রম তাদের কম নয়। তারা পারিশ্রমিক পান দৈনন্দিন কাজের ভিত্তিতে। কাজ এবং পারিশ্রমিক কোনটাই সঠিক সময়ে মতো পান না তারা। তাই তারা এই দুদিন যাবত কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাদের দাবিদাওয়া মানা না হলে তারা এই কর্মবিরতি এবং বিক্ষোভ কর্মসূচি আগামী দিনে বৃহৎ আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দেন।
Joyjiban Goswami