আরও পড়ুন: বর্ষায় বাড়ির অল্প জায়গায় সহজে চাষ করুন চকলেট টমেটো
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাঁকুড়ার ওই স্পঞ্জ আয়রন কারখানার পক্ষ থেকে এসসি হাইস্কুলে তৈরি করে দেওয়া হচ্ছে দরজা-জানলা, ছাত্র-ছাত্রীদের জন্য জলের সুব্যবস্থা এবং খেলাধুলোর মাঠ। কয়েকদিন আগেই আমরা খবর করেছিলাম, স্কুলের অদূরে থাকা সেই কারখানার চিমনি থেকে গলগল করে বেরোচ্ছে দূষিত ধোঁয়া ও কালো ছাই। আমাদের ক্যামেরার সেই ছবি দেখানোর পরই নড়েচড়ে বসে স্পঞ্জ আয়রন কারখানা কর্তৃপক্ষ। এরপর দূষিত ধোঁয়া নিয়ন্ত্রণ করার যন্ত্র চালিয়ে নিয়ন্ত্রণে আনা হয়েছে দূষণ। তার সঙ্গে কারখানার তরফ থেকে স্কুলের পরিকাঠামো উন্নত করার উদ্যোগ নেওয়া হয়।
advertisement
ওই বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার এইচআর হেড প্রভাত ঝা জানিয়েছেন, আগামী দিনেও তাঁরা এসসি হাইস্কুলের পাশে থাকবেন। বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার পদক্ষেপে খুশি এসসি হাইস্কুলের স্কুলের প্রধান শিক্ষক সন্তোষ কুমার পাত্র। তিনি বলেন, আমাদের অভিযোগকে গুরুত্ব দিয়ে ওই কারখানা পদক্ষেপ করেছে। এতে আমরা সন্তুষ্ট।
নীলাঞ্জন ব্যানার্জী