সোমবার সকালে ফ্লাই অ্যাশ বোঝাই একটি ডাম্পার বিষ্ণুপুরের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। সেই সময়ই ধলডাঙা মোড়ের কাছে এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। কিন্তু ডাম্পারটির কিছু না দেখে ওই ব্যক্তিকে এসে সোজা ধাক্কা মারে। আর সঙ্গে সঙ্গেই তার চাকার তলায় পিষে যান ওই পথচারী। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আশেপাশের লোকজন ছুটে আসে। তাঁরা চাকার তলা থেকে বের করার চেষ্টা করেন। কিন্তু অনেক টানাহেঁচড়া সত্ত্বেও তাঁকে বের করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত গাড়ির চাকা কোনরকমে সরিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
advertisement
আরও পড়ুন: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প
পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া মেডিকেল কলেজে পাঠায়। তবে ওই মৃত পথচারীর পরিচয় জানা যায়নি। এই ঘটনায় বেপরোয়া গাড়ি চলাচলের বিরুদ্ধে সরব হয়েছেন এলাকার মানুষ।