বীজ, গোবর সার এবং জৈব সারের মিশ্রণকে মন্ড বানিয়ে ছোট ছোট বলের আকারে করে ছড়িয়ে দেয়া হল ফাঁকা অংশটিতে। আশা করা যাচ্ছে ভবিষ্যতে এই অংশটিতে ঘটবে সবুজের সমারহ। ছাতনা বনবিভাগের বন আধিকারিক এশা বোস জানান আকাশমনি, বাবলা এবং আরও একটি বৃক্ষ, মোট তিনটি গাছের বীজ ছড়ানো হচ্ছে যাতে গোটা পাহাড়ের মত ন্যাড়া অংশটিও সবুজ হয়ে যায়।
advertisement
আরও পড়ুন: আন্তর্জাতিক স্তরে ফুটবল খেলার সুযোগ বাংলার ২ দৃষ্টিহীন মহিলার! ঘটনা জানলে চোখে জল চলে আসবে
একেবারে শুকনো এই অংশটি দেখলে বোঝা যাবে যে গাছ লাগানো কতটা কঠিন। দুর্গম এই স্থানে গাছ লাগিয়ে শুশুনিয়া পাহাড়কে সবুজ করতে চায় বন দপ্তর। বন আধিকারিকরা এদিন দুর্গম স্থানে স্থানে গিয়ে ছড়িয়ে এলেন সিড বম্ব।
advertisement
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2023 5:11 PM IST