TRENDING:

Madhyamik Exam Tips 2023: মাধ্যমিক ইতিহাসের ৪ নম্বরের প্রশ্নের উত্তর লেখার সঠিক উপায়

Last Updated:

History: পর্ষদের এই নিয়মগুলি না জানলে হিমশিম খেতে হবে ৪ নম্বরের উত্তর লিখতে গিয়ে। কি সেই নিয়ম? জেনে নিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# বাঁকুড়া: প্রতি বছরই বাঁকুড়া জিলা স্কুলের নাম মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হলেই শোনা যায়। কৃতী ছাত্রদের হাত ধরে বাঁকুড়া জেলায় উজ্জ্বল নাম বাঁকুড়া জিলা স্কুল। যাঁদের হাতে তৈরি হয়েছে এই কৃতি ছাত্ররা তাঁদেরই একজন ইতিহাস বিভাগের শিক্ষক সুকান্ত নন্দী খুব সহজেই বলে দিলেন ঠিক কিভাবে লিখতে হবে ৪ নম্বরের প্রশ্নের উত্তর।
advertisement

মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো আছে যে মাধ্যমিক ইতিহাসের ৮ নম্বরের প্রশ্নের উত্তর ৭-৮ টি বাক্যের মধ্যে লিখতে হবে। ছাত্র ছাত্রীদের এক নাগাড়ে লিখে যাওয়ার একটা প্রবণতা থাকে, যেটা একদমই ঠিক নয়। তাই লাগাম ছাড়া উত্তর না লিখে ৪ নম্বরের প্রশ্নকে উত্তর লেখার সময় ৪ টি পয়েন্টে ভেঙে নিতে হবে। যেমন ধরা যাক "রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতির গুরুত্ব লেখ " এক্ষেত্রে উত্তরটিকে ভূমিকা - জীবনস্মৃতির অংশ - রাজনৈতিক দৃষ্টিভঙ্গি - উপসংহার । এই ভাবে চারটি পয়েন্টে ভেঙে নিতে হবে এবং প্রতিটি পয়েন্ট ধরে ধরে ২ টি করে বাক্য লিখলেই কিন্তু ৮ টি বাক্য হয়ে যাবে। দ্বিতীয় এবং তৃতীয় পয়েন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ওই দুটি পয়েন্ট লেখার সময় যথার্থ বাক্য চয়ন করতে হবে। সর্বশেষে যদি প্রশ্নটিতে কোনোভাবে ঐতিহাসিক ম্যাপ ঢোকানো যায় তাহলে পাশে পেন্সিল দিয়ে ছোট্ট করে একটা ম্যাপ এঁকে দিলেই উত্তরটি অন্য মাত্রা পেয়ে যাবে, এমনটাই জানান বাঁকুড়া জিলা স্কুলের ইতিহাসের শিক্ষক সুকান্তময় নন্দী।

advertisement

আরও পড়ুন -  Madhyamik Exam 2023 Tips: মাধ্যমিক ইতিহাসের ২ নম্বরের প্রশ্নের উত্তর লেখার সঠিক উপায়

আরও পড়ুন -  রাত হলেই বদলে যেত স্বামীর ভোল, স্ত্রী শিউরে উঠতেন স্বামী ‘এই রকম’ হয়ে যান, মারাত্মক অভিযোগ

View More

১) পর্ষদের নিয়ম অনুযায়ী সর্বাধিক ৭-৮ বাক্যে উত্তর লিখতে হবে।

advertisement

২) প্রশ্নটিকে চারটি পয়েন্টে ভেঙে নিতে হবে।

৩) প্রতিটি পয়েন্ট ধরে ধরে দুটি করে বাক্য লিখতে হবে।

৪) গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি লেখার সময় যথার্থ বাক্য চয়ন করতে হবে।

৫) ঐতিহাসিক ম্যাপ ঢোকানো গেলে উত্তরটি উচ্চ মাত্রা পাবে।

Nilanjan Banerjee

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Madhyamik Exam Tips 2023: মাধ্যমিক ইতিহাসের ৪ নম্বরের প্রশ্নের উত্তর লেখার সঠিক উপায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল