ইতিহাস বিষয়টিকে অত্যন্ত লজিক্যাল দৃষ্টিভঙ্গিতে বিচার বিবেচনা করতে হবে। বাঁকুড়া জিলা স্কুলের ইতিহাসের শিক্ষক সুকান্তময় নন্দী মনে করেন যে ইতিহাস হল বিজ্ঞানের মতই কিন্তু এই বিজ্ঞানের প্রয়োজন হয় না ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের- এখানে প্রয়োজন লজিকের।
আরও পড়ুন - Bankura News: ঘুষ বাঁধাকপি! হাতির অত্যাচার থেকে বাঁচতে বন দফতর পেট দিয়ে মন জয় করতে চাইছে
advertisement
তিনি মনে করেন প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থী জানা উচিত ঠিক কিভাবে কম সময়ের মধ্যে নিজের উত্তরগুলিকে লজিকের সাহায্যে খাতায় সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। আর সেটা যদি জানা থাকে তাহলে কিন্তু পরীক্ষক সন্তুষ্ট হবেন এবং পরীক্ষকের হাত থেকে ছিনিয়ে নিতে পারা যাবে মহা মূল্যবান নম্বর। প্রথমত তিনি জানান যে প্রশ্নের নম্বরটা খাতার বাঁদিকে না লিখে খাতার একটুখানি মার্জিন এর পাশ থেকে মাঝ বরাবর লিখতে হবে যাতে পরীক্ষক খাতাটি পর্যবেক্ষণ করার পর তার নম্বর বসাতে কোন অসুবিধে না হয়। মাঝ বরাবর লিখলে যখন অতিরিক্ত পৃষ্ঠা স্টেপেল করা হয় তখন দাগ নাম্বারের ওপর কোন বিকৃতি হয় না।
এরপর তিনি আরও জানান যে এই বছর প্রথম ম্যাপ বাধ্যতামূলক, ম্যাপ পয়েন্টিং না করলে কিন্তু সম্পূর্ণ নম্বর পাওয়া যাবে না এবং তাতে ক্ষতিগ্রস্ত হবে রেজাল্ট। ম্যাপ হচ্ছে ইতিহাস খাতার অলঙ্কার তাই উত্তর পত্রটিকে সাজাতে গেলে যে যে উত্তরে ম্যাপ পয়েন্টিং এর জায়গা রয়েছে সেই উত্তরগুলিতে ম্যাপ পয়েন্টিং করে দিতে হবে এমনটাই জানিয়েছেন স্বনামধন্য বিদ্যালয় বাঁকুড়া জিলা স্কুলের ইতিহাস বিভাগের শিক্ষক সুকান্তময় নন্দী।
Nilanjan Banerjee