গতবছর বাঁকুড়া জেলায় মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৩১৫২ জন। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় বাঁকুড়া জেলা থেকে অংশগ্রহণ করতে চলেছে মোট ৩০১৮৫ জন ছাত্রছাত্রী। এক ধাক্কায় ২২৯৮৭ জন পরীক্ষার্থীর সংখ্যা কমে গিয়েছে। এই পরিসংখ্যানটি যথেষ্ট ভাবিয়ে তুলেছে জেলা শিক্ষা দফতরকে। কিন্তু কী কারনে ঘটেছে এই ঘটনা? গন্ডগোলটি ঠিক কোথায় ঘটেছে? এই বিষয়ে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল (বাঁকুড়া) পীযূষ কান্তি বেড়া সরাসরি বলেন, "২০১২ সালে রাজ্যজুড়ে স্কুলে ভর্তির বয়স বদলই পরীক্ষার্থীর সংখ্যা কমিয়ে দেওয়ার মূল কারণ। পরের বছর আবারও স্বাভাবিক জায়গায় পৌঁছে যাবে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা।"
advertisement
আরও পড়ুন: আর ভয় নেই অঙ্কে, রইল আসন্ন মাধ্যমিক পরীক্ষায় উপপাদ্য করার সহজ পদ্ধতি
তাছাড়াও করোনার কারণে স্কুলে পড়াশোনা ছেড়ে দেওয়া ছাত্র-ছাত্রীদের সংখ্যাও বেড়েছে বিপুল, জানান জেলা স্কুল পরিদর্শক পীযূষ কান্তি বেড়া।
২০২৩ সালে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ১১৬ টি এবং ৯১ টি সেন্টার। পর্ষদের নিয়ম অনুযায়ী পরীক্ষার হলে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা জানানো হয়েছে এবং সেটি কার্যকর হচ্ছে কিনা পরিদর্শন করে দেখা হচ্ছে। মাধ্যমিক পরীক্ষায় এই বছর যে নতুন নিয়ম সংযোজন হয়েছে সেটা হল প্রতিবছরের ন্যায় এবছর অভিভাবক অভিভাবিকারা প্রথম দিনও পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না।
আরও পড়ুন: আসন্ন মাধ্যমিক পরীক্ষায় অঙ্কের সম্পাদ্য করার পদ্ধতি সহজেই শেখালেন শিক্ষিকা, দেখুন
সব মিলিয়ে তৈরি হচ্ছে বাঁকুড়া জেলা "মিশন মাধ্যমিক" এর জন্য। বিগত দুই দশক ধরে মাধ্যমিক ফলাফলের তালিকায় শীর্ষে অবস্থান করে এসেছে বাঁকুড়া জেলা। এ বছরও আশা করা যাচ্ছে একই ঘটনা ঘটবে। হঠাৎ করে ছাত্র-ছাত্রীদের সংখ্যা কমে যাওয়া জেলার ফলাফলের উপর কোনও প্রভাব ফেলবে কি না তা নিয়ে অবশ্য সংশয় থেকেই যাচ্ছে।
নীলাঞ্জন ব্যানার্জি