আসন্ন মাধ্যমিক পরীক্ষার আগে ভৌতবিজ্ঞানের প্রস্তুতি নিতে গিয়ে অনেক ছাত্র-ছাত্রী এই দুই প্রশ্নের সম্মুখীন হন। সঠিক প্রস্তুতি থাকা সত্ত্বেও সামান্য দুটি টেকনিক্যাল ব্যাপার না জানার থাকা কারণে যোগ্য নম্বর তুলে আনতে ব্যর্থ হন।
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার আগে অঘটন, বাঁকুড়া জেলায় বড় শতাংশের পরীক্ষার্থী 'ভ্যানিশ'!
১) প্রথমত এমসিকিউ প্রশ্নের উত্তর করতে গেলে সঠিকভাবে প্রশ্নের দাগ নম্বর লিখে তারপর পরিষ্কার করে সঠিক উত্তরটির অপশন নম্বর লিখে, উত্তরটি এক কথায় লিখলেই সম্পূর্ণ মান পাওয়া যাবে।
advertisement
আরও পড়ুন: জীবন বিজ্ঞানের ডায়াগ্রাম অঙ্কনে পুরো নম্বর তোলা সহজ, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল বিশেষ টিপস
২) দ্বিতীয়ত উর্ধ্বক্রমে বা অধঃক্রমে সাজাতে দেয়া থাকলে ছাত্র-ছাত্রীদের গ্রেটার দেন এবং লেস দেন সাইন এর নানা রকম সমস্যা হয়। যদি বড় থেকে ছোট অর্থাৎ অধক্রমে দেওয়া থাকে তাহলে গ্রেটার দ্যান (>) সাইন দিয়ে করতে হবে। এবং ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে দেওয়া থাকলে লেস দ্যান (<) সাইন দিয়ে করতে হবে।
Nilanjan Banerjee