প্রস্তুতি যেমনই হোক না কেন কোশ্চেন প্যাটার্ন যদি ঠিকভাবে অবগত না থাকে তাহলে পরীক্ষার হলে সমস্যা হতে পারে অনেক রকম। টাইম ম্যানেজমেন্ট করতে গেলেও কোশ্চেন প্যাটার্ন জানার প্রয়োজন রয়েছে। কোশ্চেন প্যাটার্ন ধরে এই শেষ কয়েক দিন যদি প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু প্রস্তুতি পৌঁছে যাবে অন্য পর্যায়ে। ভালো ছাত্র বা ছাত্রী যদি লড়াকু যোদ্ধা হন তাহলে কোশ্চেন প্যাটার্ন হল যুদ্ধক্ষেত্রের ম্যাপ তাই জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে যাওয়ার আগে কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
আরও পড়ুন: মাধ্যমিকের জীবন বিজ্ঞানে ৫ নম্বরের উত্তর লিখতে হবে ঠিক এ ভাবেই, ফুল মার্কস আটকাতে পারবে না কেউ
১) এক নম্বরের ১৫ টি এমসিকিউ থাকবে প্রথমেই, পূর্ণমান ১৫।
২) এরপরে থাকবে ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন। এক নম্বরের ১৭ টি প্রশ্ন এবং ৪ নাম্বারের একটি প্রশ্ন। পূর্ণমান ২১।
আরও পড়ুন: আসন্ন মাধ্যমিক পরীক্ষায় বাংলার ৫ নম্বরের প্রশ্নের উত্তর লেখার যথার্থ উপায়
৩) এরপরই থাকবে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এখানে দু নম্বরের নয়টি কোশ্চেন থাকবে। পূর্ণমান ১৮।
৪) অবশেষে থাকবে লং অ্যান্সার টাইপ কোশ্চেন। এখানে তিন নাম্বারের বারোটি প্রশ্ন থাকবে। পূর্ণমান ৩৬।
৫) সব মিলিয়ে পূর্ণমান ৯০।
Nilanjan Banerjee