আরও পড়ুন: মাধ্যমিকের জীবন বিজ্ঞানে ৫ নম্বরের উত্তর লিখতে হবে ঠিক এ ভাবেই, ফুল মার্কস আটকাতে পারবে না কেউ
১) প্রথমত উত্তরটি লিখতে গেলে যেটা জানতে হবে সেটি হল NaCl বা লবণ একটি তড়িৎযোজী যৌগ। অপরদিকে চিনি বা গ্লুকোজ একটি সমযোজী যৌগ।
২) লবণ তড়িৎযোজী যৌগ হওয়ার ফলে জলীয় দ্রবণে বিয়োজিত হয় এবং তড়িৎ পরিবহনকারী আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে (NaCl= Na+ + Cl-) । অর্থাৎ এটি হল ইলেক্ট্রোলাইট।
advertisement
আরও পড়ুন: মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে ঘুরিয়ে দেওয়া হয় ২ নম্বরের কিছু প্রশ্ন, কীভাবে সমাধান করবেন? জানুন
৩) চিনি বা গ্লুকোজ জলীয় দ্রবণে তড়িৎ পরিবহনকারী আয়ন উৎপন্ন করে না বলেই তারা তড়িৎ পরিবহন করতে পারে না। অর্থাৎ এটি হল নন-ইলেকট্রোলাইট।
৪) উপরে লিখিত তিনটে পয়েন্ট খাতায় লিখে যথার্থ সংকেত দিয়ে ব্যাখ্যা করলেই পুরো তিন নম্বর পাওয়া যাবে।
Nilanjan Banerjee