১) বাঁকুড়ায় মোট ৩,১২৯ টি গ্রাম পঞ্চায়েতের আসন আছে। এর মধ্যে ৬৬৫ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফলাফল ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে। জেলায় পঞ্চায়েত সমিতির আসন আছে ৫৬১ টি। এর মধ্যে ১০৬ টি পঞ্চায়েত সমিতি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফলাফল নির্ধারিত হয়ে গিয়েছে। জেলা পরিষদের ৫৬ টি আসনেই শনিবার ভোট হবে।
advertisement
আরও পড়ুন: ডিসিআরসিতে সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে, সব বুঝে পেলেও নিরাপত্তা নিয়ে সংশয় ভোটকর্মীদের
২) জেলাজুড়ে মোট প্রার্থীর সংখ্যা ৯,৯৬৮ জন। এর মধ্যে গ্রাম পঞ্চায়েতে ৮০৬৭ জন, পঞ্চায়েত সমিতিতে ১,৬৪৭ জন এবং জেলা পরিষদে ২৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩) শনিবার বাঁকুড়ায় ভোট গ্রহণ হবে ৩০৩৫ টি কেন্দ্রে। ৬৫ টি সহায়ক ভোট কেন্দ্র থাকছে। জেলায় সেক্টরের সংখ্যা ৩৭৬। এর মধ্যে ১১৬ টি ভোটকেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে।
৪) জেলায় মোট ভোটারের সংখ্যা ২৭ লক্ষ ৭০ হাজার ৫১৪ জন। এর মধ্যে ১৮ লক্ষ ৫ হাজার ১৬২ জন পুরুষ এবং ১৩ লক্ষ ৬৫ হাজার ৩৪৮ জন মহিলা। চারজন ট্রান্সজেন্ডার ভোটার আছেন এই জেলায়।
৫) শনিবার বাঁকুড়া জেলার পঞ্চায়েত ভোট সামলানোর দায়িত্বে থাকবেন মোট ১৯,৬৮১ জন ভোট কর্মী।
৬) শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে জেলাজুড়ে ২,৯৮৩ টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। জেলাশাসকের অফিস জানিয়েছে ১১৭ টি ভিডিওগ্রাফি টিম শনিবার জেলায় কাজ করবে। নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য জেলায় মোতায়েন করা হয়েছে ৩৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
৭) ভোট কর্মীদের জন্য ডিসিআরসি হয়েছে ২২ টি এবং গণনা কেন্দ্রও ২২ টি।
নীলাঞ্জন ব্যানার্জী