আরও পড়ুনঃ আজ রেকর্ড গরম, ৪০ পেরিয়ে ৪১ হল তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা কি আছে ?
তৃষ্ণা মেটাতে মানুষজন ঘনঘন পান করছে জল, আখের রস, ডাবের জল। যাদের রুটি-রুজির জন্য বেরোতেই হচ্ছে, তাঁরা ‘লু’-য়র হাত থেকে বাঁচতে নিচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা। যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক, মাথায় টুপি, চোখে রোদ চশমা পরে বেরোচ্ছেন তাঁরা। পড়নে হালকা সুতির জামা-কাপড়। তবে, রাস্তায় মানুষের সংখ্যাটা শুধু কম নয়, যান চলাচলও হচ্ছে খুব সীমিত।
advertisement
আরও পড়ুনঃ সন্তানের জন্ম দিয়ে সুস্থই ছিলেন মা! হঠাৎ কী যে হল, ঘটে গেল মর্মান্তিক ঘটনা...
জেলা জুড়ে বিগত দুই থেকে তিন দিন ধরে বেলা বাড়লেই শুরু হচ্ছে সূর্যের তাণ্ডব। ১০ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত এই ভয়াবহ তাপপ্রবাহ চলার আশঙ্কা সমগ্র বাঁকুড়া জেলা জুড়ে। আবহাওয়া দফতর সূত্রে খবর গত ২৪ ঘন্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। তবে দুপুরের দিকে এই তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা করছে হাওয়া অফিস। প্রতিদিন এক থেকে দুই ডিগ্রি করে বাড়বে তাপমাত্রা। আপাতত বৃষ্টির সম্ভাবনা খুব কম বলেই জানা যাচ্ছে।