TRENDING:

Bankura news | Viral Video : সিনেমার মতো! স্ত্রীর সিঁদুর মুছে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী! রয়েছে তিন বছরের সন্তানও!

Last Updated:

Bankura news | Viral Video : এ যেন জীবন্ত সিনেমা! স্ত্রীর বিয়ে নিজে দাঁড়িয়ে থেকে দিলেন স্বামী! তাঁদের একটি সন্তানও রয়েছে! দেখুন সেই ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া : নিজের স্ত্রীকে তুলে দিলেন স্ত্রীর প্রেমিকের হাতে। শুধু তাই নয় রীতিমতো মন্দিরে গিয়ে নিজে দাঁড়িয়ে দিলেন বিয়েও। আশীর্বাদ করলেন আনন্দময় হোক নতুন সুখের জীবন। এই দৃশ্য যেন বিভিন্ন সিনেমাকেও হার মানাবে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া থানার অন্তর্গত শালগাড়া গ্রামে । যার জেরে পুরো গ্রাম জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
advertisement

জানা যায় ২০১৭ সালে শালগাড়া গ্রামের বাসিন্দা রাখী বাগদির বিয়ে হয় বর্ধমানের আউসগ্রামের অভিরামপুরের বাসিন্দা প্রদীপ বাগদির সাথে । বর্তমানে তাদের তিন বছরের একটি ছোট্ট শিশু রয়েছে। দিব্যি চলছিল সুখের সংসার। সুখের সংসারে হঠাৎই নেমে এল অশান্তির ঝড়। শালগাড়া গ্রামেরই বাসিন্দা সুরেশ বাউরির নামে এক যুবকের সাথে ধীরে ধীরে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে রাখী। তবে প্রথমটা সেভাবে না হলেও পরবর্তী ক্ষেত্রে মায়ার টানে আবদ্ধ হতে থাকে রাখী এবং সুরেশ। তবে তার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কিছুটা আভাস পেয়েছিলেন স্বামী প্রদীপ। বেশ কয়েকদিন এইভাবে চলার পর তার স্ত্রীর অনেকখানি পরিবর্তন দেখে সন্দেহ ক্রমশ ঘনীভূত হয় প্রদীপের। শেষমেষ তিনি ঠিক করেন তার স্ত্রীকে নিজে হাতে তুলে দেবেন তার স্ত্রীর প্রেমিক সুরেশের হাতে।

advertisement

আরও পড়ুন:  অসুস্থতার যুক্তি মানল না আদালাত, পিছু ছাড়ল না নিজাম প্যালেস, ফের সিবিআই হেফাজতে অনুব্রত

বৃহস্পতিবার বড়জোড়ার শালগাড়া গ্রামের স্থানীয় একটি মনসা মন্দির প্রাঙ্গণে জল দিয়ে নিজের দেওয়া সিদুর মুছে নতুন প্রেমিক সুরেশের থাতে তুলে দিলেন স্ত্রী রাখী কে। নিজের দাঁড়িয়ে থেকে দিলেন বিয়ে। এই হাড়হিম করা দৃশ্যের সাক্ষী থাকল গোটা গ্রাম।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

জয়জীবন গোস্বামী

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura news | Viral Video : সিনেমার মতো! স্ত্রীর সিঁদুর মুছে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী! রয়েছে তিন বছরের সন্তানও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল