জানা যায় ২০১৭ সালে শালগাড়া গ্রামের বাসিন্দা রাখী বাগদির বিয়ে হয় বর্ধমানের আউসগ্রামের অভিরামপুরের বাসিন্দা প্রদীপ বাগদির সাথে । বর্তমানে তাদের তিন বছরের একটি ছোট্ট শিশু রয়েছে। দিব্যি চলছিল সুখের সংসার। সুখের সংসারে হঠাৎই নেমে এল অশান্তির ঝড়। শালগাড়া গ্রামেরই বাসিন্দা সুরেশ বাউরির নামে এক যুবকের সাথে ধীরে ধীরে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে রাখী। তবে প্রথমটা সেভাবে না হলেও পরবর্তী ক্ষেত্রে মায়ার টানে আবদ্ধ হতে থাকে রাখী এবং সুরেশ। তবে তার স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কিছুটা আভাস পেয়েছিলেন স্বামী প্রদীপ। বেশ কয়েকদিন এইভাবে চলার পর তার স্ত্রীর অনেকখানি পরিবর্তন দেখে সন্দেহ ক্রমশ ঘনীভূত হয় প্রদীপের। শেষমেষ তিনি ঠিক করেন তার স্ত্রীকে নিজে হাতে তুলে দেবেন তার স্ত্রীর প্রেমিক সুরেশের হাতে।
advertisement
আরও পড়ুন: অসুস্থতার যুক্তি মানল না আদালাত, পিছু ছাড়ল না নিজাম প্যালেস, ফের সিবিআই হেফাজতে অনুব্রত
বৃহস্পতিবার বড়জোড়ার শালগাড়া গ্রামের স্থানীয় একটি মনসা মন্দির প্রাঙ্গণে জল দিয়ে নিজের দেওয়া সিদুর মুছে নতুন প্রেমিক সুরেশের থাতে তুলে দিলেন স্ত্রী রাখী কে। নিজের দাঁড়িয়ে থেকে দিলেন বিয়ে। এই হাড়হিম করা দৃশ্যের সাক্ষী থাকল গোটা গ্রাম।
জয়জীবন গোস্বামী