শীতকালে এলাকার গাছগুলি ভরে থাকে বাদুড়ে। তবে ইদানীং ভয়ঙ্কর গরম পড়েছে বাঁকুড়া জেলায়। গরম সহ্য করতে না পেরে অন্যত্র আশ্রয় নিচ্ছে বাদুড়গুলি, এমনটাই বলছেন গ্রামবাসীরা।
বছরের পর বছর ধরে বাদুড়গুলিকে আগলে রাখছেন গ্রামবাসীরা। বাইরে থেকে কোনও ব্যক্তি বাদুড় দেখতে এলে, তাঁকে যত্ন সহকারে বাদুর দেখান গ্রামবাসীরা। পাশাপাশি, খেয়াল রাখেন যাতে কেউ বাদুড়গুলিকে বিরক্ত না করে।
advertisement
গ্রামের ক্লাবের সভাপতি সুরেন্দ্রনাথ মুরমু জানিয়েছেন, ” বর্তমানে বাদুড়ের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। এলাকায় আর আগের মত উঁচু লম্বা গাছ নেই। ভবিষ্যতে আরও গাছ লাগালে হয়তো বাদুড়গুলি ফিরে আসবে। কয়েক বছর আগে পর্যন্ত বাদুড়ে ভরে থাকত গোটা গ্রাম।”
বাঁকুড়া জেলার আনাচে-কানাচে ছড়িয়ে ছিটি রয়েছে বহু অদ্ভুত গ্রাম… বাঁকুড়ার জ্যোতিষ গ্রাম, সাপুড়েদের গ্রামের পর এবার বাঁদুড়ের গ্রাম।
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়