সারা দেশে ১জুলাই ভারতের অন্যতম বিখ্যাত চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুবার্ষিকী স্মরণে আজকের এই দিনটিকে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে ১৯৯১ সালে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। ১৮৮২ সালের ১লা জুলাই তিনি জন্মগ্রহণ করেন এবং ১৯৬২ সালে ১ লা জুলাই একই দিনে তিনি মারা যান। ডাঃ বিধান চন্দ্র রায় একদিকে যেমন ছিলেন সুচিকিৎসক এবং অন্যদিকে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ১৯৬১ সালে ৪ ঠা ফেব্রুয়ারি তাকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয়। যাদবপুর টি.বি হাসপাতাল, চিত্তরঞ্জন সেবা সদন, চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের তো একাধিক হাসপাতাল তিনি প্রতিষ্ঠা করেন। চিকিৎসার ক্ষেত্রে তার অবদান অপরিসীম। তাই আজকের এই দিনটি সকলে যথাযথ মর্যাদার সাথে পালন করেন।
advertisement
প্রতি বছর ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে আজকের এই দিনটি পালিত হয়। সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলা জুড়েও পালিত হল জাতীয় চিকিৎসক দিবস। এদিন বাঁকুড়া সদর থানার পক্ষ থেকে চিকিৎসা দিবসের শুভেচ্ছা জানিয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে বিভিন্ন চিকিৎসকদের হাতে তুলে দেওয়া হল মেমেন্টো, গাছের চারা এবং মিষ্টি। দেওয়া হল সব রকম ভাবে চিকিৎসকদের পাশে থাকার আশ্বাস।
জয়জীবন গোস্বামী