TRENDING:

Bankura News : চাকরি নেই! দেবতাদের জানাচ্ছে নারদ! বাঁকুড়ার নারদ পুজো করলেই মিলছে চাকরি!

Last Updated:

Bankura News : নারদের পুজো করলেই নাকি মিলছে চাকরি। নারদই নাকি বেকারদের বার্তা পৌঁছে দিচ্ছেন উপযুক্ত দেবতার কাছে! বাঁকুড়ায় নারদ পুজোর ঘটনা অবাক করবে! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া : বহু দেব-দেবীর আরাধনা করেও  মেলেনি কাজ, হয়নি অন্ন সংস্থান,তখন কয়েকজন বেকার যুবক ঠিক করেন তারা স্বর্গের বার্তা বাহক নারদ মুনির পুজো করবেন। নারদ মুনির মাধ্যমে তারা তাদের বেকারত্বের যন্ত্রণার কথা জানাবেন উপযুক্ত দেবতাকে। তেমন ভাবা,তেমন কাজ। এরপর বাঁকুড়া দু'নম্বর ব্লকের অন্তর্গত রতনপুর গ্রামের কিছু বেকার যুবক নয় বছর আগে শুরু করেন নারদ মুনির আরাধনা । জানা যায় এই নারদ পুজো করার ফলও নাকি মিলেছে হাতেনাতে অনেকেরই। গ্রামের মানুষদের আশ্বাস - বিশ্বাস, আর ভরসা ক্রমশ বেড়ে চলায় বছর বছর নারদ পূজার জৌলুস ক্রমশ বাড়ছে।
advertisement

গ্রামের বেকার যুবকদের উদ্যোগেই প্রথম এই গ্রামে শুরু হয় দেবর্ষি নারদের পুজো। তাদের দাবি এই পুজো করার পরেই নাকি গ্রামের বেশ কিছু যুবকের সরকারি এবং বেসরকারিভাবে কর্মসংস্থান মিলেছে। সেই থেকেই রতনপুর গ্রামে মহা সমারহের সাথে পালিত হচ্ছে এই নারদ পুজো।

আরও পড়ুন: প্রথমবার এক সঙ্গে চারটি বাঘের দেখা মিলল সুন্দরবনে! দেখুন বিশেষ ভিডিও

advertisement

অমিত রানা নামে নারদ পুজোর এক উদ্যোক্তা জানান ২০১৪ সালে প্রথম শুরু হয়েছিল এই পুজো। বেকার যুবক যুবতীরা নারদ মুনিকে বেছে নিয়েছিলেন তাদের মনস্কামনা পুরনের জন্য। এই নারদ পুজো করার পর তাদের গ্রামের বহু বেকার যুবক-যুবতীদের সরকারি অথবা বেসরকারি সংস্থাতে কর্মসংস্থান হয়েছে। আগে এই পুজো তিনদিন করা হত। এখন সেই পুজোকে পাঁচ দিন করা হয়েছে।এই নারদ পুজোকে কেন্দ্র করে পাঁচ দিন ধরে এই গ্রামে বসে মেলা। চলে বিভিন্ন অনুষ্ঠান। সঙ্গে পুরো গ্রাম সেজে উঠে রঙিন ঝলমলে আলোক সজ্জায়। তাই দুর্গাপুজো গনেশ পুজো এবং কালীপুজোর মতোই এই নারদ পূজোকে কেন্দ্র করে মেতে ওঠেন রতনপুর এবং পার্শ্ববর্তী গ্রামগুলি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

জয়জীবন গোস্বামী

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News : চাকরি নেই! দেবতাদের জানাচ্ছে নারদ! বাঁকুড়ার নারদ পুজো করলেই মিলছে চাকরি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল