গ্রামের বেকার যুবকদের উদ্যোগেই প্রথম এই গ্রামে শুরু হয় দেবর্ষি নারদের পুজো। তাদের দাবি এই পুজো করার পরেই নাকি গ্রামের বেশ কিছু যুবকের সরকারি এবং বেসরকারিভাবে কর্মসংস্থান মিলেছে। সেই থেকেই রতনপুর গ্রামে মহা সমারহের সাথে পালিত হচ্ছে এই নারদ পুজো।
আরও পড়ুন: প্রথমবার এক সঙ্গে চারটি বাঘের দেখা মিলল সুন্দরবনে! দেখুন বিশেষ ভিডিও
advertisement
অমিত রানা নামে নারদ পুজোর এক উদ্যোক্তা জানান ২০১৪ সালে প্রথম শুরু হয়েছিল এই পুজো। বেকার যুবক যুবতীরা নারদ মুনিকে বেছে নিয়েছিলেন তাদের মনস্কামনা পুরনের জন্য। এই নারদ পুজো করার পর তাদের গ্রামের বহু বেকার যুবক-যুবতীদের সরকারি অথবা বেসরকারি সংস্থাতে কর্মসংস্থান হয়েছে। আগে এই পুজো তিনদিন করা হত। এখন সেই পুজোকে পাঁচ দিন করা হয়েছে।এই নারদ পুজোকে কেন্দ্র করে পাঁচ দিন ধরে এই গ্রামে বসে মেলা। চলে বিভিন্ন অনুষ্ঠান। সঙ্গে পুরো গ্রাম সেজে উঠে রঙিন ঝলমলে আলোক সজ্জায়। তাই দুর্গাপুজো গনেশ পুজো এবং কালীপুজোর মতোই এই নারদ পূজোকে কেন্দ্র করে মেতে ওঠেন রতনপুর এবং পার্শ্ববর্তী গ্রামগুলি।
জয়জীবন গোস্বামী